কর্ণফুলী নদীতে ডুবে গেছে দুই শিশু : একজনের লাশ উদ্ধার

বাসস
প্রকাশ: ১০ জুন ২০২৫, ২৩:১৯

চট্টগ্রাম, ১০ জুন ২০২৫ (বাসস) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা সুলতানিয়া মাদ্রাসা সংলগ্ন ঘাট দিয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় দুই শিশু। পরে একজনের লাশ উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (১০ জুন) সকালে সবার অজান্তে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় শিশু দুটি। পরে বেলা ১২টার দিকে তাদের একজনের লাশ পাওয়া যায় নদীর চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায়। 

জানা যায়, রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড রাইখালীর বাসিন্দা রিক্সাচালক মো. আব্দুল গনির বাড়িতে চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় বসবাসকারী তার মেয়ের পরিবার ও পাশ্ববর্তী প্রতিবেশী ভোলা জেলার একটি পরিবারসহ মোট ছয় জন সদস্য ঈদ উপলক্ষে বেড়াতে আসে। 

মঙ্গলবার সকাল নয়টায় কর্ণফুলী নদীর রাইখালী জাহাঙ্গীর ড্রাইভার ঘাটে রিক্সাচালক মো. আব্দুল গনির নাতি মোহাম্মদ ইমন (৬) ও ভোলা থেকে বেড়াতে আসা আট বছরের মেয়েটি কর্ণফুলী নদীতে সবার অজান্তে গোসল করতে নেমে খেলার সময় গভীর পানিতে তলিয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে মেয়েটির মরদেহ চন্দ্রঘোনা ফেরীঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। শিশু ইমন এখনো নিখোাঁজ রয়েছে। 

চন্দ্রঘোনা থানার ওসি মো. শাহজাহান কামাল জানান, জোয়ারের পানিতে ভেসে যাওয়ার সময় স্থানীয়রা থানায় খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। পরে জানতে পারি আরও একটি শিশু নিখোঁজ রয়েছে। তাকেও উদ্ধারে চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০