কর্ণফুলী নদীতে ডুবে গেছে দুই শিশু : একজনের লাশ উদ্ধার

বাসস
প্রকাশ: ১০ জুন ২০২৫, ২৩:১৯

চট্টগ্রাম, ১০ জুন ২০২৫ (বাসস) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা সুলতানিয়া মাদ্রাসা সংলগ্ন ঘাট দিয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় দুই শিশু। পরে একজনের লাশ উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (১০ জুন) সকালে সবার অজান্তে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় শিশু দুটি। পরে বেলা ১২টার দিকে তাদের একজনের লাশ পাওয়া যায় নদীর চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায়। 

জানা যায়, রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড রাইখালীর বাসিন্দা রিক্সাচালক মো. আব্দুল গনির বাড়িতে চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় বসবাসকারী তার মেয়ের পরিবার ও পাশ্ববর্তী প্রতিবেশী ভোলা জেলার একটি পরিবারসহ মোট ছয় জন সদস্য ঈদ উপলক্ষে বেড়াতে আসে। 

মঙ্গলবার সকাল নয়টায় কর্ণফুলী নদীর রাইখালী জাহাঙ্গীর ড্রাইভার ঘাটে রিক্সাচালক মো. আব্দুল গনির নাতি মোহাম্মদ ইমন (৬) ও ভোলা থেকে বেড়াতে আসা আট বছরের মেয়েটি কর্ণফুলী নদীতে সবার অজান্তে গোসল করতে নেমে খেলার সময় গভীর পানিতে তলিয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে মেয়েটির মরদেহ চন্দ্রঘোনা ফেরীঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। শিশু ইমন এখনো নিখোাঁজ রয়েছে। 

চন্দ্রঘোনা থানার ওসি মো. শাহজাহান কামাল জানান, জোয়ারের পানিতে ভেসে যাওয়ার সময় স্থানীয়রা থানায় খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। পরে জানতে পারি আরও একটি শিশু নিখোঁজ রয়েছে। তাকেও উদ্ধারে চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুসলিম দেশগুলোকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের
অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান
শেখ হাসিনার মামলায় আর দু’একজনের সাক্ষ্য নেয়া হবে: চিফ প্রসিকিউটর
সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে মাদকসহ তিন মাদক কারবারি আটক
অস্ট্রেলিয়ার সেনাবাহিনীতে কাজ করতে পারবেন পাপুয়া নিউ গিনির নাগরিকরা
ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনের ৭০ ভাগ সুপারিশ বাস্তবায়ন সম্ভব: আসিফ নজরুল
বিশেষ ক্ষমতা আইনের মামলায় মির্জা ফখরুলসহ ৭৭ জনকে অব্যাহতি
পরমাণু রাষ্ট্র হিসেবে ‘স্থায়ীভাবে প্রতিষ্ঠিত’ ঘোষণা উত্তর কোরিয়ার
কুয়েতে আকামাবিহীন প্রবাসীদের মৃতদেহ দেশে আনতে সহায়তা করছে দূতাবাস
রশিদপুর কূপ থেকে আরো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত হল
১০