অনার্স মাস্টার্স কোর্স চালুসহ কপিলমুনি কলেজের সার্বিক উন্নয়নে পদক্ষেপ নেয়া হবে : আনোয়ার আলদীন

বাসস
প্রকাশ: ১১ জুন ২০২৫, ০১:৩৮
ঐতিহ্যবাহী কপিলমুনি কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান, দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিশেষজ্ঞ পরীক্ষক আনোয়ার আলদীনের সভাপতিত্বে আজ অনুষ্ঠিত হয় ।ছবি: বাসস

খুলনা, ১০ জুন, ২০২৫ (বাসস) : খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী কপিলমুনি কলেজে অনার্স মাস্টার্স কোর্স চালুসহ সার্বিক উন্নয়নে পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদ।

জেলার পাইকগাছার ঐতিহ্যবাহী কপিলমুনি কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান, দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিশেষজ্ঞ পরীক্ষক আনোয়ার আলদীনের সভাপতিত্বে আজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নবগঠিত পরিচালনা পর্ষদ কলেজের সার্বিক উন্নয়নে সিদ্ধান্ত গ্রহণ করে।

কলেজের কনফারেন্স কক্ষে অধ্যক্ষ ও পর্ষদের সদস্য সচিব হাবিবুল্লাহ বাহারের পরিচালনায় এই সভায় কলেজের সার্বিক কার্যক্রম ও পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

পর্যালোচনাকালে দেখা যায় বিগত ১৬ বছর কলেজের উন্নয়নের বদলে বেপরোয়া লুটপাট ও আওয়ামীলীগের দূর্বৃত্তায়ন হয়েছে। কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করা হয়েছে।

আর্থিক অবস্থা শূন্যের কোঠায়। কলেজের মেয়েদের কমনরুম, ল্যাবরেটরী, হোস্টেল, ক্লাস রুম, অভ্যান্তরীর রাস্তাসহ প্রায় সবকিছুই দৈন্যদশায়।

এই করুন পরিস্থিতিতে কলেজের আর্থিক বুনিয়াদ শক্তিশালী করা এবং দক্ষিণ খুলনার শ্রেষ্ঠ কলেজে উন্নীত করার জন্য বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়। এক কোটি টাকার আর্থিক ফান্ড গড়তে সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এস মুস্তাফিজুর রহমান পারভেজকে সমন্বয়ক করে 'কপিলমুনি কলেজ কল্যান ফান্ড' সৃজন করা হয়েছে। একটি শক্তিশালী উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া কলেজের রাস্ট্র বিজ্ঞান বিভাগ মাস্টার্স পর্যন্ত উন্নীতকরন এবং সমাজকর্ম বিষয় অনার্স চালু করার বিষয়ে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। ৫৮ বছরের ঐতিহ্যবাহী কলেজটির সার্বিক উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা বিএনপির আহবায়ক ডাক্তার আব্দুল মজিদ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মোঃ তহিদুজ্জামান মুকুল, শেখ দ্বীন মাহমুদ, সাবরিনা আজমী স্বর্ণা, শেখ ইকবাল হোসেন, অধ্যাপক মোঃ শফিউল আযম, শারমিন সুলতানা আকরাম জোয়াদ্দার, শিরিন সুলতানা ও আব্দুল কুদ্দুস। 

উপস্থিত ছিলেন সাংবাদিক পারভেজ মোহাম্মাদ, জি, এম, আমিনুল ইসলাম, প্রেস ক্লাবের আহবায়ক এইচ, এম শফিউল ইসলাম এস্কেন্দার মির্জা, ছাত্র নেতা দেবেন ঘোষ, আবু হুরাইরা বাদশা ও জাহিদ হোসেন। এ সময় কলেজ কল্যাণ ফান্ড, গেট প্রাচীরসহ বিভিন্ন উন্নয়ণ মুলক বিষয়ে আলোকপাত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ : ডা. জাহিদ 
তারেক রহমান নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন আশা সালাহউদ্দিনের
জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটেনের রাজা
মনোরেল চালু হলে নগরবাসী যানজটমুক্ত গণপরিবহন সুবিধা পাবে : চসিক মেয়র
ইউক্রেন সফরে জার্মানির অর্থমন্ত্রী
রাঙ্গামাটিতে তিনটি রেস্টুরেন্টকে জরিমানা 
চট্টগ্রামে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফিরলেন বাবর
প্রথমবারের মত ভারতকে হোয়াইটওয়াশের চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
১০