ঝিনাইদহ সীমান্তে নারী শিশুসহ ১৬ জনকে পুশ ইন করেছে বিএসএফ

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ২৩:২৭ আপডেট: : ১৪ জুন ২০২৫, ১৮:৪৬
ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে আজ নারী শিশুসহ ১৬ জনকে পুশ ইন করে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ছবি : বাসস

ঝিনাইদহ, ১৩ জুন, ২০২৫ (বাসস): ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে নারী শিশুসহ ১৬ জনকে পুশ ইন করে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইনকৃত ১৬  বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নের কুমারীপাড়া বিএসএফ সদস্যরা ১৬ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তের ভেতর থেকে আটক করে।

আজ শুক্রবার রাতে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুশ ইন হওয়াদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৮ জন শিশু।

বিজিবি জানিয়েছে, শুক্রবার দুপুর ১২টার দিকে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীন কুমারিপাড়া বিএসএফ কোম্পানি কমান্ডার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন বাঘাডাংগা কোম্পানির খোসালপুর বিওপি কমান্ডারকে ১৬ বাংলাদেশিকে আটকের বিষয়ে জানান।

পরে বিএসএফ আটক বাংলাদেশি নাগরিকদের ফেরত নিতে বিজিবিকে অনুরোধ করে পতাকা বৈঠক আহ্বান করে। বিএসএফ ও বিজিবির দ্বিপাক্ষিক আলোচনার লক্ষ্যে বিকাল সাড়ে ৫টার দিকে সীমান্ত পিলার ৬০/৮৫-আর (পিলার) এর নিকটে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মাধ্যমে ১৬ বাংলাদেশিকে ফেরত নেয় বিজিবি। পুশ-ইনকৃত ১৬ জনকে মহেশপুর থানায় তাদের সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এখনো আমরা এ ধরনের কাউকে পাইনি। হয়ত অফিসিয়াল কার্যক্রম শেষে বিজিবি তাদেরকে থানায় সোপর্দ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়াশিংটনে অস্ত্র বহন শুরু করেছে ন্যাশনাল গার্ড সৈন্যরা
রংপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে জরিমানা
সংসদীয় সীমানা : খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের আপত্তির ওপর শুনানি গ্রহণ করছে ইসি
সুনামগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা
ইসরাইলি বিমান হামলায় গাজায় নিহত ৪২ 
চুয়াডাঙ্গায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা 
খুবিতে ডাটা জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ
আগামী ৪ মাসের মধ্যে দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টের নির্দেশ
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫
খাগড়াছড়িতে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছে নারী ও যুব সমাজ 
১০