প্রধান উপদেষ্টা-তারেক রহমান বৈঠকে বিজয়ী বাংলাদেশ: মির্জা ফখরুল

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০১:১২
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঢাকা, ১৩ জুন, ২০২৫ (বাসস): লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যকার  বৈঠকে বাংলাদেশ বিজয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ  পরিবেশে তাঁদের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে যে ফলপ্রসূ ঐকমত্য হয়েছে। যা   অনিশ্চয়তা কাটিয়ে দেশের মানুষের জন্য এনেছে স্বস্তির বার্তা, নতুন আশার আলো।

বিএনপি মহাসচিব বলেন, পুরো বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তির সংযোগ ঘটিয়ে, এপ্রিলের মতো অনাকাঙ্ক্ষিত সময় থেকে সরে এসে নির্বাচনের জন্য একটি যৌক্তিক সময়সীমা নির্ধারণের জন্য প্রফেসর মুহাম্মদ ইউনূসকে জানাই আন্তরিক ধন্যবাদ। তিনি জনগণের প্রত্যাশা উপলব্ধি করে সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন যা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।

তিনি বলেন,  'সবার আগে বাংলাদেশ' এই নীতিকে হৃদয়ে ধারণ করে তারেক রহমান বরাবরের মতোই প্রমাণ করেছেন, তাঁর সর্বোচ্চ অগ্রাধিকার দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা। সময়ের প্রয়োজনে দায়িত্বশীল ছাড় দিয়ে দেখিয়েছেন গণতন্ত্র প্রতিষ্ঠার পথযাত্রায় তিনি শুধু রাজপথের সর্বোচ্চ শক্তির নেতা নন, আলোচনার টেবিলে এবং ইতিবাচক ডায়ালগেও সমানভাবে দক্ষ ও দূরদর্শী। প্রধান উপদেষ্টাকে ‘নো ওয়ান ইস টু স্মল টু মেক অ্যা ডিফারেন্স’ এবং ‘নেচার ম্যাটারস’ শীর্ষক দুটি বই ও একটি কলম উপহার দিয়ে তিনি রাজনৈতিক সৌজন্য ও জ্ঞাননির্ভর রাষ্ট্রচিন্তার নতুন ধারার সূচনা করেছেন।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, বৃহত্তম রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের প্রধানের এই সৌহার্দ্য ও সহমতের মধ্য দিয়ে জয় হবে গণতন্ত্রের, জয় হবে বাংলাদেশের, জয় হবে জনগণের ইনশাআল্লাহ। এখন প্রত্যাশা, অন্তর্বর্তী সরকার নিজ অবস্থান অটুট রেখে আগামী রমজানের আগেই নির্বাচন আয়োজনের সর্বাত্মক প্রস্তুতি শুরু করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত
কেসিসির কার্যক্রম পরিচালনায় গঠিত কমিটির সভা
বাংলাবান্ধা দিয়ে নেপাল গেল ১,৪০৭ টন আলু
ফরিদপুরে এক টাকা কেজিতে গরুর মাংস বিক্রি
ব্রাহ্মণবাড়িয়ায় পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু
কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি-শাল জব্দ
সুনামগঞ্জে লোকদল শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশে উত্তেজনা বাড়লো
বাউফলে সড়কপথে শৃঙ্খলায় প্রশাসনের কঠোর অবস্থান
কুড়িগ্রামে ৮ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভস্মীভূত
১০