এনআইডি সংশোধনের পুরাতন আবেদন অগ্রাধিকারভিত্তিতে নিষ্পত্তি নির্দেশ ইসির

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ২০:০১

ঢাকা, ১৭ জুন, ২০২৫ (বাসস) : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে ‘গ’ ক্যাটাগরির পুরাতন আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করার জন্য ৬৪ জেলার নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। 

৬৪ জেলার সব সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তা, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তা এবং ১০ অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এই নির্দেশ দেওয়া হয়েছে। 

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এই অফিস আদেশ গত রোববার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের প্রদান করা হয়েছে।  

অফিস আদেশে বলা হয়, ‘জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদনসমূহ নিষ্পত্তির নিমিত্তে বিশেষ কার্যক্রম (ক্রাশ প্রোগ্রাম) পরিচালনার লক্ষ্যে ‘গ’ ক্যাটাগরির অনিষ্পন্ন আবেদনসমূহ নিষ্পন্ন করার জন্য ৬৪ জেলার সব সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের পাশাপাশি ৩ নম্বর কলামে বর্ণিত ১০ অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের অনুকূলে নির্দেশক্রমে ক্ষমতা প্রদান করা হল।’

এতে বলা হয়, ‘ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের তাদের অঞ্চলের বা জেলার অনিষ্পন্ন আবেদনসমূহ ৩০ জুনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। আঞ্চলিক নির্বাচন কর্মকতারা ‘গ’ ক্যাটাগরির আবেদনসমূহ নিষ্পত্তিসহ ক্র্যাশ প্রোগ্রামের কার্যক্রম সমন্বয় ও নিবিড়ভাবে তত্ত্বাবধায়ন করতে হবে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ২১ এপ্রিল তারিখে জারিকৃত অফিস আদেশ মোতাবেক ‘খ’ এবং ‘গ’ ক্যাটাগরির আবেদনের সংখ্যা বিবেচনায় পাশ্ববর্তী সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাদের (যাদের অনুকূলে ইতিমধ্যেই ইউজার আইডি রোল প্রদান করা হয়েছে) দায়িত্ববণ্টনের অনুমতি প্রদান করা হলো। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আবশ্যিকভাবে পুরাতন আবেদনসমূহকে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে।’

‘জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ১০ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক বা সহকারী পরিচালকরা তার আওতাধীন অঞ্চলের ‘গ’ ক্যাটাগরির ক্রাশ প্রোগ্রামের কার্যক্রম দ্বৈবচয়নের মাধ্যমে যাচাই করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (পরিচালনা) কাছে রিপোর্ট প্রদান করতে হবে।

পরিচালককে (পরিচালনা) ক্র্যাশ প্রোগ্রামের সামগ্রিক কার্যক্রম মনিটরিং এবং ওই কাজের অগ্রগতির প্রতিবেদন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক কাছে দাখিল করতে হবে।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতিসংঘের সাধারণ পরিষদে হামাস-মুক্ত ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে ভোট
পাকিস্তানে তালেবানের হামলায় ১২ সেনা নিহত
নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন অধ্যাপক ইউনূসের
সুনামগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে নিহত ১
গাইবান্ধার সাঘাটায় ভাঙন কবলিত ৩৩৪ পরিবারে চাল বিতরণ
রাজবাড়ীর পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক
সাংবাদিক শিবলীর পরিবারকে ২ লাখ টাকা দিল ছাত্রশিবির
চার্লি কির্ক হত্যাকাণ্ডে সন্দেহভাজন গ্রেফতার
মাদারীপুরে এক হাজার গাছের চারা রোপণ
রাকসু নির্বাচনে ৯ প্যানেলের লড়াই
১০