অনলাইনে ডলার বিনিয়োগের প্রলোভনকারী নেত্রকোনার প্রতারক দুইভাই আটক

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ২০:০৩

নেত্রকোনা, ১৭ জুন, ২০২৫ (বাসস) : জেলার কেন্দুয়ায় অনলাইনে ডলার বিনিয়োগের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইভাইকে আটক করেছে যৌথবাহিনী।

আজ মঙ্গলবার দুপুরে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, আটক দুইজনসহ তিনজনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। মামলার ভিত্তিতে বিকেলে তাদের আটক করে আদালতে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলো, মৃত আব্দুল জাহেদের দুই ছেলে আরিফুল হক (৪৩) ও শরিফুল হক (৩২)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার রাতে কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামে এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

মিজানুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা রুজু হয়েছে। তারা দীর্ঘদিন ধরে ‘ট্রেজার এনএফটি’ নামে একটি অনলাইন ভিত্তিক স্কিম চালু করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলেছে। অনলাইন প্লাাটফর্ম ব্যবহার করে বড় পরিসরে অর্থ আত্মসাতের অভিযোগে এই অভিযানে তাদের মোবাইল ফোনসহ প্রতারণার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে। 

তিনি জানান, তবে প্রধান অভিযুক্ত মঞ্জুরুল হকের ছেলে মাসুদুল হাসান সৈকত (৩০) পালিয়ে যায়। এ ঘটনায় কেন্দুয়া থানায় ভবানীপুর গ্রামের মো. নাহিদুল ইসলাম(২০) নামের এক যুবক বাদি হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগে উল্লেখ করা হয়, ‘ট্রেজার এনএফটি’ নামের প্লাটফর্মে প্রতিদিন ১ দশমিক ৮ শতাংশ হারে লভ্যাংশ ও রেফারেন্স ইনকামের প্রলোভন দেখিয়ে তাকে মোট ৮৪ হাজার ৫০০ টাকা বিনিয়োগে বাধ্য করা হয়। কিন্তু পরবর্তীতে প্রতিশ্রুতি অনুযায়ী কোনো লাভ বা মূলধন ফেরত না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। 

এছাড়াও অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা আন্তর্জাতিক অনলাইন প্লাাটফর্ম ব্যবহার করে কেন্দুয়ার আশুজিয়া ও দলপা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২ থেকে ৩ হাজার মানুষের কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাদের প্রতারণার জাল কতদূর বিস্তৃত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০