অনলাইনে ডলার বিনিয়োগের প্রলোভনকারী নেত্রকোনার প্রতারক দুইভাই আটক

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ২০:০৩

নেত্রকোনা, ১৭ জুন, ২০২৫ (বাসস) : জেলার কেন্দুয়ায় অনলাইনে ডলার বিনিয়োগের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইভাইকে আটক করেছে যৌথবাহিনী।

আজ মঙ্গলবার দুপুরে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, আটক দুইজনসহ তিনজনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। মামলার ভিত্তিতে বিকেলে তাদের আটক করে আদালতে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলো, মৃত আব্দুল জাহেদের দুই ছেলে আরিফুল হক (৪৩) ও শরিফুল হক (৩২)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার রাতে কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামে এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

মিজানুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা রুজু হয়েছে। তারা দীর্ঘদিন ধরে ‘ট্রেজার এনএফটি’ নামে একটি অনলাইন ভিত্তিক স্কিম চালু করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলেছে। অনলাইন প্লাাটফর্ম ব্যবহার করে বড় পরিসরে অর্থ আত্মসাতের অভিযোগে এই অভিযানে তাদের মোবাইল ফোনসহ প্রতারণার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে। 

তিনি জানান, তবে প্রধান অভিযুক্ত মঞ্জুরুল হকের ছেলে মাসুদুল হাসান সৈকত (৩০) পালিয়ে যায়। এ ঘটনায় কেন্দুয়া থানায় ভবানীপুর গ্রামের মো. নাহিদুল ইসলাম(২০) নামের এক যুবক বাদি হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগে উল্লেখ করা হয়, ‘ট্রেজার এনএফটি’ নামের প্লাটফর্মে প্রতিদিন ১ দশমিক ৮ শতাংশ হারে লভ্যাংশ ও রেফারেন্স ইনকামের প্রলোভন দেখিয়ে তাকে মোট ৮৪ হাজার ৫০০ টাকা বিনিয়োগে বাধ্য করা হয়। কিন্তু পরবর্তীতে প্রতিশ্রুতি অনুযায়ী কোনো লাভ বা মূলধন ফেরত না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। 

এছাড়াও অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা আন্তর্জাতিক অনলাইন প্লাাটফর্ম ব্যবহার করে কেন্দুয়ার আশুজিয়া ও দলপা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২ থেকে ৩ হাজার মানুষের কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাদের প্রতারণার জাল কতদূর বিস্তৃত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০