১৫তম সামাজিক ব্যবসা দিবস ২০২৫-এ যোগদান করবেন প্রধান উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ২০:৩৩

ঢাকা, ১৭ জুন, ২০২৫ (বাসস) : ১৫তম সামাজিক ব্যবসা দিবস ২৭-২৮ জুন ঢাকার উপকণ্ঠে সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। ইউনূস সেন্টার এবং গ্রামীণ গ্রুপ এই অনুষ্ঠানের আয়োজন করছে।

ইউনূস সেন্টার এবং গ্রামীণ গ্রুপের  মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই অনুষ্ঠানে প্রধান অতিথি এবং মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। 

এই বছরের প্রতিপাদ্য হলো- ‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হলো সামাজিক ব্যবসা’।

এই অনুষ্ঠানের লক্ষ্য হলো জ্ঞান, অভিজ্ঞতা এবং উদ্ভাবনের একটি বিশ্বব্যাপী একত্রিতকরণ-স্বাস্থ্যসেবা এবং অন্যান্য ক্ষেত্রে বৈষম্য এবং সীমাবদ্ধতা মোকাবেলা করে একটি টেকসই, ন্যায়সংগত এবং মানবিক বিশ্ব গড়ে তোলা। দুই দিনের এই কর্মসূচিতে ৫টি পূর্ণাঙ্গ অধিবেশন এবং ৮টি ব্রেকআউট অধিবেশন থাকবে যা বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং ধারণার উপর আলোকপাত করবে।

২৫টি দেশের ১৮০ জনেরও বেশি বিদেশি প্রতিনিধিসহ এক হাজারেরও বেশি অংশগ্রহণকারী এই অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে। 

বিশিষ্ট বক্তাদের মধ্যে রয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সহকারী অধ্যাপক মো. সাইদুর রহমান, মেডট্রনিকের প্রাক্তন সিইও ও চেয়ারম্যান এবং ইন্টেল কর্পোরেশনের বোর্ডের সাবেক চেয়ারম্যান ওমর ইশরাক, বিশ্বব্যাংকের প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট (১৯৯২-২০০০) ড. ইসমাইল সেরাগেলদিন, জাতিসংঘের পরিবেশের সাবেক নির্বাহী পরিচালক এবং নরওয়ের সাবেক পরিবেশ ও জলবায়ু মন্ত্রী এরিক সোলহেইম।

বর্ধিত কর্মসূচির অংশ হিসেবে, ২৯ জুন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় একটি বিশেষ একাডেমিয়া সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে সামাজিক অগ্রগতিতে সামাজিক ব্যবসার ভূমিকা অন্বেষণ করার জন্য শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষকদের অংশগ্রহণ থাকবে। এর পরে, থ্রি জিরো ক্লাব কনভেনশন অনুষ্ঠিত হবে - কীভাবে শূন্য কার্বন নির্গমন, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং শূন্য বেকারত্ব অর্জন করা যায় তার উপর আলোকপাত করা হবে।

আগ্রহী অংশগ্রহণকারীদের নিম্নলিখিত লিঙ্কে নিবন্ধনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে : https://socialbusinesspedia.com/events/sbd2025/registration. 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০