পার্বতীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ২২:১০

দিনাজপুর, ১৭ জুন, ২০২৫ (বাসস) : দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। আজ মঙ্গলবার দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার ওসি (পরিদর্শক) মো. আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জেলার পার্বতীপুর উপজেলা পরিষদের পুকুরে ওই দুই শিশু পানিতে পড়ে এই মৃত্যুর ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় বন্ধুদের সঙ্গে জেলার পার্বতীপুর উপজেলা পরিষদের বাউন্ডারিতে অবস্থিত পুকুরে গোসল করতে নামে শিশু মিম ও আছিয়াসহ আরো কয়েকটি শিশু। শিশু মিম ও আছিয়া সাঁতার না জানার কারণে এক পর্যায়ে পানিতে ডুবে যায়। তাদের সঙ্গের শিশুরা বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজনরা পুকুরে নেমে খোঁজাখুঁজির পর সন্ধ্যায় তাদেরকে অচেতন উদ্ধার করতে সক্ষম হয়। পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শিশু মিম ও আছিয়াকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। 

শিশু দুটি হলো, জেলার পার্বতীপুর উপজেলার হুগলীপাড়া গ্রামের মোশারফ হোসেনের মেয়ে মুশফিকা আক্তার মিম (৯) ও একই এলাকার আতাউর রহমানের মেয়ে আছিয়া (৭)। 

এই ঘটনার খবর পেয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হেসেন, পার্বতীপুর মডেল থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সূত্র জানায় শিশু দুটির পরিবারের আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০