পার্বতীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ২২:১০

দিনাজপুর, ১৭ জুন, ২০২৫ (বাসস) : দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। আজ মঙ্গলবার দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার ওসি (পরিদর্শক) মো. আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জেলার পার্বতীপুর উপজেলা পরিষদের পুকুরে ওই দুই শিশু পানিতে পড়ে এই মৃত্যুর ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় বন্ধুদের সঙ্গে জেলার পার্বতীপুর উপজেলা পরিষদের বাউন্ডারিতে অবস্থিত পুকুরে গোসল করতে নামে শিশু মিম ও আছিয়াসহ আরো কয়েকটি শিশু। শিশু মিম ও আছিয়া সাঁতার না জানার কারণে এক পর্যায়ে পানিতে ডুবে যায়। তাদের সঙ্গের শিশুরা বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজনরা পুকুরে নেমে খোঁজাখুঁজির পর সন্ধ্যায় তাদেরকে অচেতন উদ্ধার করতে সক্ষম হয়। পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শিশু মিম ও আছিয়াকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। 

শিশু দুটি হলো, জেলার পার্বতীপুর উপজেলার হুগলীপাড়া গ্রামের মোশারফ হোসেনের মেয়ে মুশফিকা আক্তার মিম (৯) ও একই এলাকার আতাউর রহমানের মেয়ে আছিয়া (৭)। 

এই ঘটনার খবর পেয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হেসেন, পার্বতীপুর মডেল থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সূত্র জানায় শিশু দুটির পরিবারের আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনী প্রশিক্ষণ পেয়েছেন ৪৮,১৩৪ পুলিশ সদস্য: পুলিশ সদর দপ্তর
নির্বাচনী প্রশিক্ষণ পেয়েছেন ৪৮,১৩৪ পুলিশ সদস্য: পুলিশ সদর দপ্তর
কর পরিদর্শক পদে পদোন্নতি যোগ্য প্রার্থীদের আবেদনের শেষ সময় ১০ নভেম্বর
খুলনায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা
রাজবাড়ীতে অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত
সীতাকুণ্ডে বিএনপির ৪ নেতা বহিষ্কার
আবহাওয়া শুষ্ক থাকবে, বাড়তে পারে রাতের তাপমাত্রা
বিএনপি মহাসচিবের সঙ্গে মিশরীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
১০