চট্টগ্রামে আত্মরক্ষায় মার্শাল আর্ট শিখছে জেলা পুলিশ

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ২৩:০১
ছবি : বাসস

চট্টগ্রাম, ১৭ জুন ২০২৫ (বাসস) : পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে ‘আত্মরক্ষা প্রশিক্ষণ কোর্স’ মার্শাল আর্ট প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম পুলিশ লাইন্স সিভিক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু কোর্সটির উদ্বোধন করেন।

পুলিশ সুপার তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘মার্শাল আর্ট আত্মরক্ষার জন্য অত্যন্ত কার্যকর ও প্রয়োজনীয় একটি কৌশল। মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকালে পুলিশের যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকা আবশ্যক। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা পুলিশ সদস্যদের সরকারি দায়িত্ব পালনে সহায়ক হবে এবং আইনি সহায়তা নিশ্চিত করতেও ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে চট্টগ্রাম জেলা পুলিশের সকল কর্মরত পুলিশ সদস্যদের এই প্রশিক্ষণ দেয়া হবে। এর মাধ্যমে তাদের কর্মস্পৃহা যেমন বাড়বে, তেমনি আত্মবিশ্বাসও দৃঢ় হবে।

চট্টগ্রাম জেলা পুলিশের এই প্রশিক্ষণ উদ্যোগ প্রশংসনীয় হিসেবে বিবেচিত হচ্ছে, যা পুলিশ বাহিনীর পেশাগত দক্ষতা ও আত্মরক্ষামূলক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শান্ত অবস্থায় ফিরছে নেপাল
জাতিসংঘের সাধারণ পরিষদে হামাস-মুক্ত ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে ভোট
পাকিস্তানে তালেবানের হামলায় ১২ সেনা নিহত
নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন অধ্যাপক ইউনূসের
সুনামগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে নিহত ১
গাইবান্ধার সাঘাটায় ভাঙন কবলিত ৩৩৪ পরিবারে চাল বিতরণ
রাজবাড়ীর পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক
সাংবাদিক শিবলীর পরিবারকে ২ লাখ টাকা দিল ছাত্রশিবির
চার্লি কির্ক হত্যাকাণ্ডে সন্দেহভাজন গ্রেফতার
মাদারীপুরে এক হাজার গাছের চারা রোপণ
১০