গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে মা-ছেলেসহ ৩ জন নিহত

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০০:১৫

গাজীপুর, ১৭ জুন, ২০২৫ (বাসস) : গাজীপুর জেলার ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সূর্য নারায়ণপুর পল্লী বিদ্যুৎ এলাকায় বাস-সিএনজির সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। 

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সিএনজির সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। 

আজ মঙ্গলবার বিকেলে উপজেলার সূর্য নারায়ণপুর পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন-কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার আনোয়ারপুর কাজলা গ্রামের তানভীরের স্ত্রী রতনা আক্তার (৩২) ও তার ছেলে সায়ান (৪) এবং একই জেলার ইটনা থানার কিষ্টুপুর গ্রামের আবুল কালামের ছেলে তৗফিদুল ইসলাম (১৪)। তারা সবাই সিএনজির যাত্রী ছিলো। এদিকে আহত তিনজনের মধ্যে একজন সিএনজি চালক, অপর দুজনও সিএনজি যাত্রী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজিটি কাপাসিয়ার নারায়ণপুর পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় ঘটনাস্থলে দুইজন এবং ঢাকায় নেয়ার পথে একজনের মৃত্যু হয়।

কাপাসিয়া মডেল থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বাসসকে বলেন, বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন ও পরবর্তীতে হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান। নিহতদের লাশ কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপেলক্সে নেয়া হয়েছে। বাসচালককে আটক করা যায়নি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০