সুন্দরবনে শ্বাসরুদ্ধকর অভিযান : হরিণ শিকারের ফাঁদ জব্দ

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০০:৪৫
ছবি : বাসস

বাগেরহাট, ১৭ জুন, ২০২৫ (বাসস) : সুন্দরবনে বন বিভাগের শ্বাসরুদ্ধকর অভিযানে হরিণ শিকারের ৬শ 'মালা ফাঁদ এবং কাঁকড়া ধরার ১৬'টি চারু জব্দ করেছে বনবিভাগ।

গতকাল সোমবার বিকেলে সুন্দরবনের কোকিল মনি টহল ফাঁড়ি ও টিয়ারচর এলাকা থেকে ফাঁদ ও চারুগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কোন দুষ্কৃতিকারীকে আটক বা চিহ্নিত করতে পারেনি বন বিভাগ। সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ফুট প্যাট্রোলের মাধ্যমে কোকিলমনি টহল ফাঁড়ির দায়িত্বে থাকা বন কর্মকর্তা-কর্মচারীরা সুন্দরবনের দুবলার আওতায় কোকিলমনি টহল ফাঁড়ির টিয়ারচর এলাকা থেকে হরিণ শিকারীর পেতে রাখা ৬ শ 'টি মালা ফাঁদ ও কাঁকড়া ধরার ১৬'টি নিষিদ্ধ চারু জব্দ করেন।  দুষ্কৃতকারীরা বন বিভাগের অভিযানের ফলে নিজেদের রক্ষা করতে ওই ফাঁদগুলো মাটিতে পুঁতে রেখে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

গত ১৩'জুন বনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন আওতাধীন হুলার ভারানী সংলগ্ন পাশের খালে সুন্দরবনের ভেতর পায়ে হেঁটে টহলের সময় ৮২'টি মালা ফাঁদ জব্দ করেন বন প্রহরীরা। 

একই দিন সূর্যমুখী খাল সংলগ্ন এলাকা থেকে আরও ৫৩টি মালা ফাঁদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০