সুন্দরবনে শ্বাসরুদ্ধকর অভিযান : হরিণ শিকারের ফাঁদ জব্দ

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০০:৪৫
ছবি : বাসস

বাগেরহাট, ১৭ জুন, ২০২৫ (বাসস) : সুন্দরবনে বন বিভাগের শ্বাসরুদ্ধকর অভিযানে হরিণ শিকারের ৬শ 'মালা ফাঁদ এবং কাঁকড়া ধরার ১৬'টি চারু জব্দ করেছে বনবিভাগ।

গতকাল সোমবার বিকেলে সুন্দরবনের কোকিল মনি টহল ফাঁড়ি ও টিয়ারচর এলাকা থেকে ফাঁদ ও চারুগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কোন দুষ্কৃতিকারীকে আটক বা চিহ্নিত করতে পারেনি বন বিভাগ। সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ফুট প্যাট্রোলের মাধ্যমে কোকিলমনি টহল ফাঁড়ির দায়িত্বে থাকা বন কর্মকর্তা-কর্মচারীরা সুন্দরবনের দুবলার আওতায় কোকিলমনি টহল ফাঁড়ির টিয়ারচর এলাকা থেকে হরিণ শিকারীর পেতে রাখা ৬ শ 'টি মালা ফাঁদ ও কাঁকড়া ধরার ১৬'টি নিষিদ্ধ চারু জব্দ করেন।  দুষ্কৃতকারীরা বন বিভাগের অভিযানের ফলে নিজেদের রক্ষা করতে ওই ফাঁদগুলো মাটিতে পুঁতে রেখে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

গত ১৩'জুন বনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন আওতাধীন হুলার ভারানী সংলগ্ন পাশের খালে সুন্দরবনের ভেতর পায়ে হেঁটে টহলের সময় ৮২'টি মালা ফাঁদ জব্দ করেন বন প্রহরীরা। 

একই দিন সূর্যমুখী খাল সংলগ্ন এলাকা থেকে আরও ৫৩টি মালা ফাঁদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০