সুন্দরবনে শ্বাসরুদ্ধকর অভিযান : হরিণ শিকারের ফাঁদ জব্দ

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০০:৪৫
ছবি : বাসস

বাগেরহাট, ১৭ জুন, ২০২৫ (বাসস) : সুন্দরবনে বন বিভাগের শ্বাসরুদ্ধকর অভিযানে হরিণ শিকারের ৬শ 'মালা ফাঁদ এবং কাঁকড়া ধরার ১৬'টি চারু জব্দ করেছে বনবিভাগ।

গতকাল সোমবার বিকেলে সুন্দরবনের কোকিল মনি টহল ফাঁড়ি ও টিয়ারচর এলাকা থেকে ফাঁদ ও চারুগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কোন দুষ্কৃতিকারীকে আটক বা চিহ্নিত করতে পারেনি বন বিভাগ। সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ফুট প্যাট্রোলের মাধ্যমে কোকিলমনি টহল ফাঁড়ির দায়িত্বে থাকা বন কর্মকর্তা-কর্মচারীরা সুন্দরবনের দুবলার আওতায় কোকিলমনি টহল ফাঁড়ির টিয়ারচর এলাকা থেকে হরিণ শিকারীর পেতে রাখা ৬ শ 'টি মালা ফাঁদ ও কাঁকড়া ধরার ১৬'টি নিষিদ্ধ চারু জব্দ করেন।  দুষ্কৃতকারীরা বন বিভাগের অভিযানের ফলে নিজেদের রক্ষা করতে ওই ফাঁদগুলো মাটিতে পুঁতে রেখে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

গত ১৩'জুন বনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন আওতাধীন হুলার ভারানী সংলগ্ন পাশের খালে সুন্দরবনের ভেতর পায়ে হেঁটে টহলের সময় ৮২'টি মালা ফাঁদ জব্দ করেন বন প্রহরীরা। 

একই দিন সূর্যমুখী খাল সংলগ্ন এলাকা থেকে আরও ৫৩টি মালা ফাঁদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনী প্রশিক্ষণ পেয়েছেন ৪৮,১৩৪ পুলিশ সদস্য: পুলিশ সদর দপ্তর
নির্বাচনী প্রশিক্ষণ পেয়েছেন ৪৮,১৩৪ পুলিশ সদস্য: পুলিশ সদর দপ্তর
কর পরিদর্শক পদে পদোন্নতি যোগ্য প্রার্থীদের আবেদনের শেষ সময় ১০ নভেম্বর
খুলনায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা
রাজবাড়ীতে অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত
সীতাকুণ্ডে বিএনপির ৪ নেতা বহিষ্কার
আবহাওয়া শুষ্ক থাকবে, বাড়তে পারে রাতের তাপমাত্রা
বিএনপি মহাসচিবের সঙ্গে মিশরীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
১০