জনপ্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ গ্রহণে নিজেদের প্রস্তুত করতে হবে : এমরান সালেহ প্রিন্স

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১০:৫৮
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স মঙ্গলবার ময়মনসিংহে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। ছবি: বাসস

ময়মনসিংহ, ১৮ জুন, ২০২৫ (বাসস) : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, জনগণের মন জয় করে আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়ে জনপ্রত্যাশা ও অঙ্গীকার পূরণের চ্যালেঞ্জ গ্রহণের উপযোগী করে নিজেদের প্রস্তুত করতে হবে।

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ইমেক্স হোটেল মিলনায়তনে উপজেলার ভুবনকুড়া ও যুগলী ইউনিয়নের ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে গতকাল তিনি এ কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইঊনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক বৈঠকের মধ্যদিয়ে নির্বাচন ও সংস্কার নিয়ে সৃষ্ট অচলাবস্থা ও অনিশ্চয়তা কেটে গেছে। নির্বাচনী ট্রেনে উঠতে রাজনৈতিক দল এখন স্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষা করছে।’

তিনি আরো বলেন, ‘লন্ডন বৈঠকের পর সারা দেশে শান্তির সুবাতাস বইতে শুরু করলেও যারা জটিলতা সৃষ্টি করে রাজনৈতিক সংকট ও অচলাবস্থা তৈরি করেছিল, তারা অশান্তিতে আছে ও নতুন করে জটিলতা সৃষ্টি করতে তৎপর রয়েছে। এরা নানা অজুহাতে বিএনপিকে ঠেকাতে চায়। যারা বিএনপি’কে ঠেকাতে চায় জনগণ তাদের ঠেকিয়ে দিবে।’

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপির অবশ্যম্ভাবী বিজয়ে অতিমাত্রায় আত্মতৃপ্তি বা আত্মতুষ্টির সুযোগ নেই। প্রতিপক্ষকে দুর্বল ভাবা যাবে না।

অতিরিক্ত আত্মবিশ্বাসে ক্ষতির সম্ভাবনা বেশী। তাই নির্বাচনকে সিরিয়াস ভাবে নিয়ে শতভাগ সতর্ক থেকে কাজ করতে হবে।

বিপথগামীদের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর মনোভাবের উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘শৃঙ্খলাভঙ্গকারী ও দলের ভাবমূর্তি বিনষ্টকারী কাউকে আর বরদাশত করা হবে না। সে যত বড় ত্যাগী বা শক্তিশালী হোক না কেনো, তার ক্ষমা নাই।

তিনি আরো বলেন, ‘ক্ষমতা থাকলেই তা দেখানোর নাম রাজনীতি নয়। দেশ ও জনগণের কল্যাণে নিঃস্বার্থ কাজ করাই বিএনপির রাজনীতির মূলমন্ত্র। কুকর্ম করতে গিয়ে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে। 

বিএনপির নাম ব্যবহার করে কুকর্মকারীদের স্থান বিএনপিতে আর হবে না। গুটিকয়েক বিপথগামী ও কুকর্মকারীর দায় দল নিবে না । তাদেরকে দেশের আইন অনুযায়ী শাস্তি পেতেই হবে।

হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা দুইটিতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর , উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম শাহিন , মির্জা সাফায়েত হোসেন তাইয়েব, মোহাইমেনুল ইসলাম রবিন , পৌর ছাত্র দলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর প্রমুখ।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০