ঝিনাইদহে দুর্ঘটনায় একজন নিহত 

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৩:৩২

ঝিনাইদহ, ১৮ জুন, ২০২৫ (বাসস): জেলার হরিণাকুণ্ডু উপজেলায় আজ স্যালোইঞ্জিন চালিত গাড়ির ধাক্কায় নাজমুল হুদা (২৯) নামের একব্যক্তি নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার  হরিণাকুণ্ডু  উপজেলার ভায়না গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হুদা জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভবানিপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভায়না গ্রামের মাঠের ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন নাজমুল হুদা। এ সময় একটি স্যালোইঞ্জিন-চালিত গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, ইতিমধ্যে সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত নাজমুল হুদার মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সীতাকুণ্ডে বিএনপির ৪ নেতা বহিষ্কার
আবহাওয়া শুষ্ক থাকবে, বাড়তে পারে রাতের তাপমাত্রা
বিএনপি মহাসচিবের সঙ্গে মিশরীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
১০