ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফার বৈঠকে জামায়াতে ইসলামী 

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৩:৩৫

ঢাকা, ১৮ জুন, ২০২৫ (বাসস) : অন্তর্বর্তী সরকারের গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত করা এবং বহুল আলোচিত ‘জুলাই সনদ’ প্রস্তুতের লক্ষ্যে আজ জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার তৃতীয় বৈঠকে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এর তিনজন প্রতিনিধি।

দলটির পক্ষ থেকে বৈঠকে আজ উপস্থিত রয়েছেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।

এর আগে, গতকাল বৈঠকে অনুপস্থিত ছিলো জাতীয় ঐকমত্য কমিশনের অন্যতম রাজনৈতিক স্টেকহোল্ডার এই দলটি।

গতকাল বৈঠকে শেষে সমাপনী বক্তব্যে কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, যে কোন পরিস্থিতির উদ্ভব হলে আমরা সার্বক্ষণিকভাবে সব দলের সাথে যোগাযোগ রাখি যেন তাদের অংশগ্রহণ নিশ্চিত করা যায়। কমিশনের পক্ষ থেকে তাদের ( জামায়াতে ইসলামী) সাথে যোগাযোগ করা হয়েছে, আমরা আশা করি আজ উপস্থিত না থাকতে পারলেও আগামীকাল তারা বা তাদের প্রতিনিধিরা এখানে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, আজ সকাল সাড়ে এগারোটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে দ্বিতীয় দফার আলোচনার তৃতীয় বৈঠক শুরু হয়।

আলোচনায় কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ এর সভাপতিত্বে আরো অংশ নিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, আইয়ুব মিয়া, মো. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এছাড়াও, উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ প্রায় ৩০ টি রাজনৈতিক দলের প্রতিনিধি।

প্রারম্ভিক বক্তব্যে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, 'যেসকল আলোচনা সমাপ্ত হয়নি সেগুলো আগামী সপ্তাহের আলোচনায় পুনরায় তোলা হবে। রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের অনুরোধ থাকবে আলোচনাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করার জন্য।'

জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ তৈরির কার্যক্রম সম্পন্ন করার তাগিদ দিয়ে তিনি বলেন, 'আমাদের সময়ের স্বল্পতা রয়েছে, এই বিষয়টিও রাজনৈতিক দলগুলোকে খেয়াল রাখতে হবে।’

এর আগে, গতকাল প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে যে কমিশনের আজকের আলোচ্য সূচির মধ্যে রয়েছে পূর্বের অসমাপ্ত আলোচনা শেষ করা, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) ও রাষ্ট্রপতি নির্বাচন।

এতে আরো বলা হয়েছে আগামীকাল ১৯ জুন তারিখেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবার কথা রয়েছে কমিশনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতিসংঘের সাধারণ পরিষদে হামাস-মুক্ত ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে ভোট
পাকিস্তানে তালেবানের হামলায় ১২ সেনা নিহত
নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন অধ্যাপক ইউনূসের
সুনামগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে নিহত ১
গাইবান্ধার সাঘাটায় ভাঙন কবলিত ৩৩৪ পরিবারে চাল বিতরণ
রাজবাড়ীর পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক
সাংবাদিক শিবলীর পরিবারকে ২ লাখ টাকা দিল ছাত্রশিবির
চার্লি কির্ক হত্যাকাণ্ডে সন্দেহভাজন গ্রেফতার
মাদারীপুরে এক হাজার গাছের চারা রোপণ
রাকসু নির্বাচনে ৯ প্যানেলের লড়াই
১০