শেরপুরে নিখোঁজের একদিন পর দুই কন্যাশিশুর লাশ উদ্ধার

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৪:০১
ছবি : বাসস

শেরপুর, ১৮ জুন, ২০২৫ (বাসস) : জেলার শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর একটি মৎস্য খামারের পুকুর থেকে দুই কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার সকাল ৮ টায় উপজেলার তাতিহাটি ইউনিয়নের বটতলা মৃদাবাড়ি এলাকা একটি পুকুর থেকে বিবস্ত্র অবস্থায় ওই শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।

মৃতরা হলো, স্থানীয় রাজমিস্ত্রী মো. সেলিম মিয়ার মেয়ে সকাল আক্তার (৭) এবং অটোরিকশা চালক স্বপন মিয়ার মেয়ে স্বপ্না খাতুন (৬)।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার পর থেকে শিশু দুটিকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। পরে স্থানীয়ভাবে অনেক খোজাঁখুজিঁর পর তাদের সন্ধান না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে পোস্ট করা হয়। এছাড়াও সারারাত পুরো এলাকায় মাইকিং করা হয়। 

এদিকে আজ সকাল ৮টায় বটতলা মৃদাবাড়ি এলাকার একটি মৎস্য খামার পুকুরে  তাদের মৃত অবস্থায় ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিশু দুটির গায়ের পোশাক পাওয়া যায়নি । আমরা ঘটনাটিকে গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে তদন্ত করছি। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সীতাকুণ্ডে বিএনপির ৪ নেতা বহিষ্কার
আবহাওয়া শুষ্ক থাকবে, বাড়তে পারে রাতের তাপমাত্রা
বিএনপি মহাসচিবের সঙ্গে মিশরীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
১০