শেরপুরে নিখোঁজের একদিন পর দুই কন্যাশিশুর লাশ উদ্ধার

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৪:০১
ছবি : বাসস

শেরপুর, ১৮ জুন, ২০২৫ (বাসস) : জেলার শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর একটি মৎস্য খামারের পুকুর থেকে দুই কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার সকাল ৮ টায় উপজেলার তাতিহাটি ইউনিয়নের বটতলা মৃদাবাড়ি এলাকা একটি পুকুর থেকে বিবস্ত্র অবস্থায় ওই শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।

মৃতরা হলো, স্থানীয় রাজমিস্ত্রী মো. সেলিম মিয়ার মেয়ে সকাল আক্তার (৭) এবং অটোরিকশা চালক স্বপন মিয়ার মেয়ে স্বপ্না খাতুন (৬)।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার পর থেকে শিশু দুটিকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। পরে স্থানীয়ভাবে অনেক খোজাঁখুজিঁর পর তাদের সন্ধান না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে পোস্ট করা হয়। এছাড়াও সারারাত পুরো এলাকায় মাইকিং করা হয়। 

এদিকে আজ সকাল ৮টায় বটতলা মৃদাবাড়ি এলাকার একটি মৎস্য খামার পুকুরে  তাদের মৃত অবস্থায় ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিশু দুটির গায়ের পোশাক পাওয়া যায়নি । আমরা ঘটনাটিকে গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে তদন্ত করছি। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০