শেরপুরে নিখোঁজের একদিন পর দুই কন্যাশিশুর লাশ উদ্ধার

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৪:০১
ছবি : বাসস

শেরপুর, ১৮ জুন, ২০২৫ (বাসস) : জেলার শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর একটি মৎস্য খামারের পুকুর থেকে দুই কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার সকাল ৮ টায় উপজেলার তাতিহাটি ইউনিয়নের বটতলা মৃদাবাড়ি এলাকা একটি পুকুর থেকে বিবস্ত্র অবস্থায় ওই শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।

মৃতরা হলো, স্থানীয় রাজমিস্ত্রী মো. সেলিম মিয়ার মেয়ে সকাল আক্তার (৭) এবং অটোরিকশা চালক স্বপন মিয়ার মেয়ে স্বপ্না খাতুন (৬)।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার পর থেকে শিশু দুটিকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। পরে স্থানীয়ভাবে অনেক খোজাঁখুজিঁর পর তাদের সন্ধান না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে পোস্ট করা হয়। এছাড়াও সারারাত পুরো এলাকায় মাইকিং করা হয়। 

এদিকে আজ সকাল ৮টায় বটতলা মৃদাবাড়ি এলাকার একটি মৎস্য খামার পুকুরে  তাদের মৃত অবস্থায় ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিশু দুটির গায়ের পোশাক পাওয়া যায়নি । আমরা ঘটনাটিকে গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে তদন্ত করছি। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জে ‘জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে’ চ্যাম্পিয়ন চুনারুঘাট উপজেলা
এনসিএল টি-টোয়েন্টির আট দলের স্কোয়াড
বান্দরবানে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম কারাগারে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৪২তম সভা অনুষ্ঠিত
চাকসু গঠনতন্ত্রে সহ-সম্পাদকের পদ বাতিল, যুক্ত হচ্ছে নতুন ৪ পদ
বজ্রনিরোধক দণ্ড কেনা থেকে সরে এসেছে সরকার : দুর্যোগ উপদেষ্টা
এলডিসি গ্র্যাজুয়েশন থেকে পিছিয়ে আসার কোনো উপায় নেই: আনিসুজ্জামান
রাজনীতির উর্ধ্বে গিয়ে ক্রীড়া সংগঠকদের মূল্যায়নের আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা’র
লাভজনক হওয়ায় বিদেশি ফলের আবাদে ঝুঁকছে কৃষকরা
১০