লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানে ১৭ শহীদের পরিবারকে অনুদান প্রদান

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৪:০৮
ছবি : বাসস

লক্ষ্মীপুর, ১৮ জুন ২০২৫ (বাসস): জেলায় আজ জুলাই-আগস্ট  গণঅভ্যুত্থানে ১৭ শহীদের পরিবারকে দুইলাখ টাকা করে মোট ৩৪ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। 

আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ পরিবারগুলোর সদস্যদের মধ্যে এ অনুদান বিতরণ করা হয়। 

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার- এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ানের সঞ্চালনার এ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার মো. আকতার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে লক্ষ্মীপুরে ৪ জনসহ দেশের বিভিন্ন স্থানে আরো ১৩ জন  মারা গেছেন এবং আহত হয়েছেন ২৬০জন। 

পুলিশ সুপার মো. আকতার হোসেন জানান, শহীদ পরিবারের নিরাপত্তাসহ যেকোনো প্রয়োজনে তাদের পাশে রয়েছে পুলিশ প্রশাসন। এসব ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবেন। 

তাঁদের পরিবারের প্রতি সরকারের এই সহায়তা কেবল একটি আর্থিক অনুদান নয়, বরং এটি তাঁদের আত্মত্যাগের  প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতার প্রতিফলন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০