লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানে ১৭ শহীদের পরিবারকে অনুদান প্রদান

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৪:০৮
ছবি : বাসস

লক্ষ্মীপুর, ১৮ জুন ২০২৫ (বাসস): জেলায় আজ জুলাই-আগস্ট  গণঅভ্যুত্থানে ১৭ শহীদের পরিবারকে দুইলাখ টাকা করে মোট ৩৪ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। 

আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ পরিবারগুলোর সদস্যদের মধ্যে এ অনুদান বিতরণ করা হয়। 

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার- এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ানের সঞ্চালনার এ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার মো. আকতার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে লক্ষ্মীপুরে ৪ জনসহ দেশের বিভিন্ন স্থানে আরো ১৩ জন  মারা গেছেন এবং আহত হয়েছেন ২৬০জন। 

পুলিশ সুপার মো. আকতার হোসেন জানান, শহীদ পরিবারের নিরাপত্তাসহ যেকোনো প্রয়োজনে তাদের পাশে রয়েছে পুলিশ প্রশাসন। এসব ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবেন। 

তাঁদের পরিবারের প্রতি সরকারের এই সহায়তা কেবল একটি আর্থিক অনুদান নয়, বরং এটি তাঁদের আত্মত্যাগের  প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতার প্রতিফলন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সীতাকুণ্ডে বিএনপির ৪ নেতা বহিষ্কার
আবহাওয়া শুষ্ক থাকবে, বাড়তে পারে রাতের তাপমাত্রা
বিএনপি মহাসচিবের সঙ্গে মিশরীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
১০