ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা 

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৫:০৬
ছবি : বাসস

ময়মনসিংহ, ১৮ জুন, ২০২৫ (বাসস) : জেলায় আজ ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। 

জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) লুৎফুন নাহারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তার। 


দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বাড়াতে ‘সমন্বিত প্রচার কৌশল’ শীর্ষক গ্রুপ ওয়ার্কে ব্যস্ত ছিলেন। প্রত্যেকে নিজ দলের পক্ষ থেকে মাঠপর্যায়ের মাইকিং, উঠান বৈঠক, স্কুল-কলেজে সচেতনতামূলক সেশন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা এবং ইমাম ও পুরোহিতের মাধ্যমে ধর্মীয় উপদেশে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরার মতো উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। 

আলোচনায় বক্তারা বলেন, গ্রাম আদালতে আইনজীবীর প্রয়োজন নেই- এ বার্তা স্পষ্টভাবে প্রচার করা জরুরি, যাতে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী ভয় কিংবা ব্যয়ের চিন্তা না করে সহজেই আদালতের দ্বারস্থ হতে পারেন।

জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, মাত্র ২০ টাকা খরচে দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির যে সুযোগ গ্রাম আদালতে আছে, সেটি যদি জনগণের কাছে ঠিকমতো পৌঁছে দিতে পারলে মানুষ দ্রুত ও স্বল্পব্যয়ে ন্যায়বিচার পাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০