নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ২মোটরসাইকেল আরোহী নিহত

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৫:১১

নীলফামারী, ১৮ জুন, ২০২৫ (বাসস) : জেলার সৈয়দপুরে দূরপাল্লার কোচের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে উপজেলার কামারপুকুর বাজারের অদূরে পরিরাম ব্রিজ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া মুন্সিপাড়া গ্রামের বুধারু মিয়ার ছেলে মাসুদ রানা (২৮) ও একই ইউনিয়নের কুজিপুকুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে নূর ইসলাম (৩০)। তারা উভয়ই এলাকায় ভাটা শ্রমিকের কাজ করতেন।

এলাকাবাসী জানায়, সকালে মাসুদ রানা ও নূর ইসলাম একটি মোটরসাইকেলে করে  কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের (এনআর) একটি নৈশ কোচের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তারা নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোয়াজ্জেম হোসেন জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কোচ ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে। তবে স্বজনদের পক্ষে সৈয়দপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফইম উদ্দিন বলেন, দুপুর পর্যন্ত এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দায়ের করেন নাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সীতাকুণ্ডে বিএনপির ৪ নেতা বহিষ্কার
আবহাওয়া শুষ্ক থাকবে, বাড়তে পারে রাতের তাপমাত্রা
বিএনপি মহাসচিবের সঙ্গে মিশরীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
১০