নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ২মোটরসাইকেল আরোহী নিহত

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৫:১১

নীলফামারী, ১৮ জুন, ২০২৫ (বাসস) : জেলার সৈয়দপুরে দূরপাল্লার কোচের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে উপজেলার কামারপুকুর বাজারের অদূরে পরিরাম ব্রিজ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া মুন্সিপাড়া গ্রামের বুধারু মিয়ার ছেলে মাসুদ রানা (২৮) ও একই ইউনিয়নের কুজিপুকুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে নূর ইসলাম (৩০)। তারা উভয়ই এলাকায় ভাটা শ্রমিকের কাজ করতেন।

এলাকাবাসী জানায়, সকালে মাসুদ রানা ও নূর ইসলাম একটি মোটরসাইকেলে করে  কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের (এনআর) একটি নৈশ কোচের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তারা নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোয়াজ্জেম হোসেন জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কোচ ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে। তবে স্বজনদের পক্ষে সৈয়দপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফইম উদ্দিন বলেন, দুপুর পর্যন্ত এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দায়ের করেন নাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতিসংঘের সাধারণ পরিষদে হামাস-মুক্ত ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে ভোট
পাকিস্তানে তালেবানের হামলায় ১২ সেনা নিহত
নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন অধ্যাপক ইউনূসের
সুনামগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে নিহত ১
গাইবান্ধার সাঘাটায় ভাঙন কবলিত ৩৩৪ পরিবারে চাল বিতরণ
রাজবাড়ীর পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক
সাংবাদিক শিবলীর পরিবারকে ২ লাখ টাকা দিল ছাত্রশিবির
চার্লি কির্ক হত্যাকাণ্ডে সন্দেহভাজন গ্রেফতার
মাদারীপুরে এক হাজার গাছের চারা রোপণ
রাকসু নির্বাচনে ৯ প্যানেলের লড়াই
১০