খুলনায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৬:২৪ আপডেট: : ১৮ জুন ২০২৫, ১৬:৪৫
ছবি: পিআইডি

খুলনা, ১৮ জুন, ২০২৫ (বাসস) : খুলনায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার আজ (বুধবার) সকালে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সংবাদকক্ষে অনুষ্ঠিত হয়। 

সেমিনারে প্রধান অতিথি ছিলেন আযম খান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান প্রধান।

খুলনা আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি বলেন, ইচ্ছাশক্তি ও কর্মদক্ষতায় তারুণ্যের বহিঃপ্রকাশ হয়। তরুণদের দক্ষতা, সৃজনশীলতা ও কর্মঠ মনোভাবকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য। 

তিনি বলেন, তরুণ সমাজের ওপর নির্ভর করে একটি উন্নত-সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা আমাদের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন। জুলাই আন্দোলনের পর আমরা যে দেশ পেয়েছি, সেটিকে নতুনভাবে গড়তে তরুণ সমাজকে দায়িত্ব নিতে হবে। এ জন্য তাদের যুগের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ হয়ে উঠতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ তরুণ। একে কাজে লাগিয়ে উন্নতির শীর্ষে আরোহণ করার সুযোগ কোনভাবে হাতছাড়া করা যাবে না।

খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী আল মাসুদ। 

এতে আলোচক ছিলেন আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. আতিকুর রহমান মুফতি। 

সেমিনারে আযম খান সরকারি কমার্স কলেজের প্রভাষক মো. আবু রায়হান ও আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার ফাতেমা তুজ জোহরাসহ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের অংশ গ্রহণ তাৎপর্যপূর্ণ। সরকার তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারে। সেমিনারে অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মতামতে দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্ত উন্নত বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তারা বলেন, দেশকে উন্নত করতে আইনের শাসন নিশ্চিত করা প্রয়োজন। টেকসই উন্নয়ন অব্যাহত রাখতে সরকারকে এগিয়ে আসতে হবে। জুলাই-আগস্টের পর আমরা এক নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। নতুন দেশ হবে সব ধরনের বৈষম্যমুক্ত ও সুযোগের সমতার বাংলাদেশ। 

সেমিনারে কলেজ পড়ুয়া ৪০ জন শিক্ষার্থী অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০