সফটওয়্যারের মাধ্যমে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া সহজ করা হবে: খুবি উপাচার্য

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৬:৩২
ছবি : সংগৃহীত

খুলনা, ১৮ জুন,২০২৫(বাসস) : খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) তাদের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের লক্ষ্যে এক নতুন দিগন্তে প্রবেশ করতে যাচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

তিনি বলেছেন, উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক স্বীকৃতির জন্য অ্যাক্রেডিটেশন অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুলনা বিশ্ববিদ্যালয় বিদ্যমান প্রোগ্রামগুলোর অ্যাক্রেডিটেশন অর্জনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এই প্রক্রিয়ার অগ্রগতি মনিটরিং করার জন্য একটি সফটওয়্যার ডেভেলপ করা হচ্ছে, যার মাধ্যমে সংশ্লিষ্ট তথ্য সহজে ও দ্রুত জানা যাবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘প্রোগ্রাম-লেভেল অ্যাক্রেডিটেশন: বিএসি অ্যাক্রেডিটেশন, স্ট্যান্ডার্ড ৪: কারিকুলাম’ কর্মশালায় তিনি এ কথা বলেন।

খুবি উপাচার্য বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো এখন অ্যাক্রেডিটেশনের দিকে ঝুঁকছে। শিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য অ্যাক্রেডিটেশন অপরিহার্য। খুলনা বিশ্ববিদ্যালয় এই প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে শিক্ষকদের নিজ নিজ অবস্থান থেকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কর্মশালায় আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দীন, অধ্যাপক ড. মো. ওয়াসিউল ইসলাম ও  অধ্যাপক ড. এস এম তৌহিদুর রহমান বক্তব্য দেন। 

তারা অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার কাঠামো, বিভিন্ন ধাপ এবং মূল্যায়ন কৌশল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

এছাড়াও, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোস্তফা মাহমুদ হাসান বিএসি অ্যাক্রেডিটেশন ও স্ট্যান্ডার্ড-৪ কারিকুলাম ডেভেলপমেন্ট নিয়ে বিশদ আলোচনা করেন। 

খুলনা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনুষদের শিক্ষকরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
পুলিশের সাফল্যের প্রধান নিয়ামক হল জনসম্পৃক্ততা : ডিএমপি কমিশনার
বরেণ্য সংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
অবৈধ জাল ব্যবহারকারীরা দেশের শত্রু : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার কাছে ধরাশায়ী বাংলাদেশ
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
জনগণ রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব : ডা. শফিকুর রহমান
১০