যশোরে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের ৩২ লাখ টাকা উদ্ধার 

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৬:৪৩
ছবি : বাসস

যশোর, ১৮ জুন, ২০২৫ (বাসস) : মোবাইল ব্যাংকিং পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর ছিনতাই হওয়া ৩৫ লাখ টাকার মধ্যে ৩২ লাখ টাকা ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। ছিনতাইয়ের সাথে জড়িত সন্দেহে পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে।

বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে যশোর পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃত ৭ জন হচ্ছেন- যশোর শহরের পোস্ট অফিস পাড়ার মৃত খোরশেদ আলম মির্জার ছেলে ইউসুফ আলী সাজু (৩১), ঝিকরগাছা উপজেলার বাকড়া দিগদানা গ্রামের ইসলাইল গাজীর ছেলে  রনি গাজী (২৬), একই গ্রামের রাশেদুল ইসলাম খাঁ’র ছেলে সুজন ইসলাম (৩৩), মৃত দ্বীন মোহাম্মদের ছেলে ইমাদুল গাজী (৪৬), ইমাদুল গাজীর ছেলে নাসিম গাজী (১৯), ঝিকরগাছা উপজেলার খোষালনগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাগর হোসেন (২৪) ও একই গ্রামের মজনুর রহমানের ছেলে সোহেল রানা (২১)।

মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে নগদের ডিস্ট্রিবিউটর মো. রবিউল ইসলাম একটি প্রাইভেট কারে ৩৫ লাখ টাকা নিয়ে যশোর থেকে মণিরামপুর যাচ্ছিলেন। পথে মণিরামপুর জামতলা নামক স্থানে দুর্বৃত্তরা প্রাইভেট কারের গতিরোধ করে ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ৩৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

অভিযোগ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু করে।

অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে প্রথমে সাগর হোসেনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত আরো ৬ জনকে ৩২ লাখ ৫ হাজার ৫শ’ টাকাসহ আটক করা হয়।

আটককৃতদের ছিনতাই সংক্রান্ত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে ভূমি উন্নয়ন কর আদায়ের হার শতভাগ ছাড়িয়েছে
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
১০