যশোরে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের ৩২ লাখ টাকা উদ্ধার 

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৬:৪৩
ছবি : বাসস

যশোর, ১৮ জুন, ২০২৫ (বাসস) : মোবাইল ব্যাংকিং পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর ছিনতাই হওয়া ৩৫ লাখ টাকার মধ্যে ৩২ লাখ টাকা ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। ছিনতাইয়ের সাথে জড়িত সন্দেহে পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে।

বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে যশোর পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃত ৭ জন হচ্ছেন- যশোর শহরের পোস্ট অফিস পাড়ার মৃত খোরশেদ আলম মির্জার ছেলে ইউসুফ আলী সাজু (৩১), ঝিকরগাছা উপজেলার বাকড়া দিগদানা গ্রামের ইসলাইল গাজীর ছেলে  রনি গাজী (২৬), একই গ্রামের রাশেদুল ইসলাম খাঁ’র ছেলে সুজন ইসলাম (৩৩), মৃত দ্বীন মোহাম্মদের ছেলে ইমাদুল গাজী (৪৬), ইমাদুল গাজীর ছেলে নাসিম গাজী (১৯), ঝিকরগাছা উপজেলার খোষালনগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাগর হোসেন (২৪) ও একই গ্রামের মজনুর রহমানের ছেলে সোহেল রানা (২১)।

মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে নগদের ডিস্ট্রিবিউটর মো. রবিউল ইসলাম একটি প্রাইভেট কারে ৩৫ লাখ টাকা নিয়ে যশোর থেকে মণিরামপুর যাচ্ছিলেন। পথে মণিরামপুর জামতলা নামক স্থানে দুর্বৃত্তরা প্রাইভেট কারের গতিরোধ করে ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ৩৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

অভিযোগ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু করে।

অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে প্রথমে সাগর হোসেনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত আরো ৬ জনকে ৩২ লাখ ৫ হাজার ৫শ’ টাকাসহ আটক করা হয়।

আটককৃতদের ছিনতাই সংক্রান্ত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০