জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ কেসিসি প্রশাসকের

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৭:০৪
ছবি : বাসস

খুলনা, ১৮ জুন, ২০২৫ (বাসস) : খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার নগরীর জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে তা নিরসনে জরুরি পদক্ষেপ নিতে কেসিসির কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে নগরীর ৩১ নম্বর ওয়ার্ড পরিদর্শনের সময় তিনি এ নির্দেশনা দেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওয়ার্ডটিতে জলাবদ্ধতা এখন একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

কেসিসি সূত্রে জানা গেছে, খুলনা ডেভেলপমেন্ট অথরিটি (কেডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্পটি সময়মতো শেষ না হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

প্রকল্পের আওতায় নির্মিত একাধিক বাঁধ স্বাভাবিক পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে। এসব বাঁধের মধ্যে রয়েছে-

মতিয়াখালী খালের মুখে নির্মিত বাঁধ, নিরালা ১ নং রোডের মাথায় ময়ূর নদীর ওপর নির্মিত বাঁধ এবং বাস্তুহারা-আড়ংঘাটা সড়ক নির্মাণের লক্ষ্যে বাস্তুহারা খালের ওপর বাঁধ এবং দেয়ানা চৌধুরী খালে নির্মিত আরও দুটি বাঁধ।

এ পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে কেসিসি প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কেডিএ’র কাছে চিঠি পাঠানোর নির্দেশ দেন, যাতে এসব বাঁধের মধ্যে যথাযথ ড্রেনেজ ব্যবস্থা স্থাপন করা হয়।

এ সময় কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, পরিচ্ছন্নতা কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান, ৩১ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত ইনচার্জ শেখ হাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০