বগুড়ায় অপহরণ করে মুক্তিপণ আদায় : তিনজন গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৭:৪০

বগুড়া, ১৮ জুন, ২০২৫ (বাসস) : বগুড়ার শাজাহানপুরে অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৩ ও ১৭ জুন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃত তিন যুবক হলেন-কামরান মন্ডল শামীম (৩৮), রাকিব মন্ডল (৩২) ও মো. সাকিব (২২)। এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম শফিক।

জানা গেছে, গত ১১ এপ্রিল মো. মিজানুর রহমান নামের এক ব্যক্তি রানিরহাট এলাকায় অপহরণ, মারধর ও অর্থ লুটের শিকার হন। পরে তিনি শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, তার কাছ থেকে ২৮ হাজার ৫শ’ টাকা, মোবাইল ফোন, বিকাশের মাধ্যমে আরো অর্থ এবং মোটরসাইকেল বন্ধক রেখে ১ লাখ টাকা আদায় করে অপহরণকারীরা।

তদন্তে নেমে পুলিশ ১৩ ও ১৭ জুন তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। সাকিবের বিরুদ্ধে অস্ত্র ও দাঙ্গাসহ চারটি এবং কামরান শামীমের বিরুদ্ধে একটি হত্যা মামলার সংশ্লিষ্টতা রয়েছে।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক জানান, অন্য আসামিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০