বগুড়ায় অপহরণ করে মুক্তিপণ আদায় : তিনজন গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৭:৪০

বগুড়া, ১৮ জুন, ২০২৫ (বাসস) : বগুড়ার শাজাহানপুরে অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৩ ও ১৭ জুন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃত তিন যুবক হলেন-কামরান মন্ডল শামীম (৩৮), রাকিব মন্ডল (৩২) ও মো. সাকিব (২২)। এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম শফিক।

জানা গেছে, গত ১১ এপ্রিল মো. মিজানুর রহমান নামের এক ব্যক্তি রানিরহাট এলাকায় অপহরণ, মারধর ও অর্থ লুটের শিকার হন। পরে তিনি শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, তার কাছ থেকে ২৮ হাজার ৫শ’ টাকা, মোবাইল ফোন, বিকাশের মাধ্যমে আরো অর্থ এবং মোটরসাইকেল বন্ধক রেখে ১ লাখ টাকা আদায় করে অপহরণকারীরা।

তদন্তে নেমে পুলিশ ১৩ ও ১৭ জুন তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। সাকিবের বিরুদ্ধে অস্ত্র ও দাঙ্গাসহ চারটি এবং কামরান শামীমের বিরুদ্ধে একটি হত্যা মামলার সংশ্লিষ্টতা রয়েছে।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক জানান, অন্য আসামিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সীতাকুণ্ডে বিএনপির ৪ নেতা বহিষ্কার
আবহাওয়া শুষ্ক থাকবে, বাড়তে পারে রাতের তাপমাত্রা
বিএনপি মহাসচিবের সঙ্গে মিশরীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
১০