চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট ও স্মার্টফোন জব্দ

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৮:৫৮
বিপুল পরিমাণ সিগারেট ও স্মার্টফোন জব্দ। ছবি : বাসস

চট্টগ্রাম, ১৮ জুন, ২০২৫ (বাসস): চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, স্মার্টফোন ও নিষিদ্ধ গৌরী ফেয়ারনেস ক্রিম জব্দ করেছে নিরাপত্তা বাহিনী।

বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সকালে ও দুপুরে দু’টি পৃথক ফ্লাইটে আসা দুই যাত্রীর কাছ থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। অভিযানে আটক করা হয়েছে দুই যাত্রীকে।

বিমানবন্দরের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই), বিমানবন্দর নিরাপত্তা বাহিনী (এভসেক) এবং বিমানবাহিনীর টাস্কফোর্স যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী ও এনএসআই’র সহকারী পরিচালক রেজাউল করিম।

সকাল ৯টা ২০ মিনিট ও দুপুর ১২টা ৩০ মিনিটে বিমানবন্দরে অবতরণ করা দু’টি আলাদা উড়োজাহাজের দুইযাত্রী কাস্টমস হলের সবুজ চ্যানেল অতিক্রম করার সময় গোপন তথ্যের ভিত্তিতে তাদের চ্যালেঞ্জ করা হয়। পরে তল্লাশিতে উদ্ধার করা হয় ১৬০ কার্টুন বিদেশি সিগারেট, ১০টি স্মার্টফোন (এর মধ্যে আটটি গুগল পিক্সেল ৭ এবং ২টি গুগল পিক্সেল ৬) এবং ১৪০টি নিষিদ্ধ গৌরী ফেয়ারনেস ক্রিম।

আটক যাত্রীদের একজন হলেন চট্টগ্রামের ফটিকছড়ির মোহাম্মদ আবু নাসের (পাসপোর্ট নম্বর: অ১৭৪৮৭৮৯৪) এবং অপরজন চাঁদগাঁওয়ের মিন্টু দেবনাথ (পাসপোর্ট নম্বর: অ০১৭৬৫২৪৩)। তারা যথাক্রমে সালাম এয়ারের মাস্কাট থেকে আগত ফ্লাইট ওভি-৪০১ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আবুধাবি থেকে আগত ফ্লাইট বিজি-১২৮-এ করে চট্টগ্রাম এসেছিলেন।

জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ২ হাজার টাকা। এর মধ্যে বিদেশি সিগারেটের মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা, স্মার্টফোনগুলোর দাম প্রায় ৫ লাখ টাকা এবং নিষিদ্ধ ক্রিমের মূল্য ৪২ হাজার টাকা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ‘ব্যাগেজ নীতিমালার বাইরে অতিরিক্ত এসব পণ্য বহনের কারণে সেগুলো সরকারি মাল হিসেবে আটক করা হয়েছে। এনএসআই’র তথ্য অনুযায়ী আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে এসব পণ্য কাস্টমসের কাছে হস্তান্তর করেছি। আটকদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০