আগামী ১৭ ও ১৮ জুলাই নওগাঁয় অনুষ্ঠিত হতে যাচ্ছে লেখক সম্মেলন

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৯:২৮
ছবি : বাসস

নওগাঁ, ১৮ জুন, ২০২৫ (বাসস) : নওগাঁয় চর্যাপদের অন্যতম কবি কাহ্নপার নামে ‘কাহ্নপা সাহিত্য পদক’ প্রদানসহ আগামী ১৭ ও ১৮ জুলাই দুই দিনব্যাপী লেখক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ।

শিল্প-সাহিত্য বিষয়ক স্থানীয় সংগঠন  নওগাঁ সাহিত্য পরিষদ ৪র্থ বারের মত এর আয়োজন করতে যাচ্ছে। 

আজ বুধবার বিকালে শহরের মুক্তির মোড়ে স্থানীয় এক রেস্টুরেন্টের সেমিনার কক্ষে সংগঠনের উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সভায় এই তারিখ নির্ধারণ করা হয়।

অনুষ্ঠিতব্য লেখক সম্মেলনে নওগাঁ জেলার ১১ উপজেলাসহ সারাদেশ থেকে শতাধিক কবি-সাহিত্যিক অংশ গ্রহণ করবেন। 
সম্মেলনে জুড়িবোর্ড নির্বাচিত একজন কবি, একজন কথা সাহিত্যিক ও একজন ছোটকাগজ সম্পাদকসহ মোট তিনজনকে  ‘কাহ্নপা সাহিত্য পদক’ প্রদান করা হবে। 

পুরস্কার হিসেবে প্রত্যেকের জন্য থাকবে নগদ ১০ হাজার টাকা অর্থ পুরস্কার, পদক, সম্মাননাপত্র ও উত্তরীয়।

আজ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য কবি ও গল্পকার হাবিব রতনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কবি ও গবেষক বরেন্দ্র ফরিদ, বরেন্দ্র রেডিওর সিইও কথা সাহিত্যিক মাহফুজ ফারুক, সংগঠনের সাধারণ সম্পাদক গল্পকার ও চর্যাপদ গবেষক আশরাফুল নয়ন, কবি ও  সাহিত্যবিষয়ক ছোট কাগজ ‘সলক’-এর সম্পাদক অনিন্দ্য তুহিন, কবি ও  সাহিত্য বিষয়ক ছোট কাগজ ‘রূপান্তর’-এর সম্পাদক রবিউল মাহমুদ, শিশু-কিশোর বিষয়ক কাগজ ‘পুষ্প কেতন’-এর সম্পাদক খোরশেদ আলম রাজু, প্রজন্মের আলো পত্রিকার বার্তা সম্পাদক আবু রেজা, কবি রিমন মোরশেদ, আমিনা দেবনাথ প্রমুখ।

উল্লেখ্য, নওগাঁ সাহিত্য পরিষদ প্রদত্ত ‘কাহ্নপা সাহিত্য পদক, ২০২৪’ পেয়েছেন কবিতায় কবি আমিনুল ইসলাম ও সাহিত্যের জনপ্রিয় ছোটকাগজ ‘দাগ’ সম্পাদনায় কবি মিজানুর রহমান বেলাল। 

জুড়িবোর্ডে নির্বাচিত ‘কাহ্নপা সাহিত্য পদক, ২০২৫ এর কবি-সাহিত্যিকের নাম সম্মেলনের এক সপ্তাহ আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০