ফরিদপুর শহর ছাত্রলীগের সাবেক নেতা সজীব গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৯:৫৩
ফরিদপুর শহর ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন) সাবেক সাধারণ সম্পাদক সজীব আহমেদ। ছবি: বাসস

ফরিদপুর, ১৮ জুন, ২০২৫ (বাসস): ফরিদপুর শহর ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন) সাবেক সাধারণ সম্পাদক সজীব আহমেদকে (২৯) গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

বুধবার দুপুরে তাকে আদালতের পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে শহরের শোভারামপুর সুইচগেট এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সজীব আহমেদ ফরিদপুর শহরের শোভারামপুর মহল্লার বাসিন্দা।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল তরফদার বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের শোভারামপুর সুইচগেট এলাকার আক্কাচের গরুর ফার্মে ইয়াবা সেবনরত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেছেন, সজীব আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার এজাহার নামীয় আসামি। এ মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এর সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেছেন, তিনি একাধিক মামলার আসামি। তাকে গ্রেপ্তারের পর আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে ২০২২ সালের ১৫ মার্চ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ফরিদপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব আহমেদকে তার পদ থেকে অব্যাহতি দেয় জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শহরের সরকারি রাজেন্দ্র কলেজের পূর্ব পাশের সড়কে ছাত্রলীগ কর্মী সৌরভ মালোকে কুপিয়ে জখমের ঘটনায় হত্যা চেষ্টা মামলায় ২০২২ সালের ১২ অক্টোবর বিকেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সীতাকুণ্ডে বিএনপির ৪ নেতা বহিষ্কার
আবহাওয়া শুষ্ক থাকবে, বাড়তে পারে রাতের তাপমাত্রা
বিএনপি মহাসচিবের সঙ্গে মিশরীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
১০