ফরিদপুর শহর ছাত্রলীগের সাবেক নেতা সজীব গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৯:৫৩
ফরিদপুর শহর ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন) সাবেক সাধারণ সম্পাদক সজীব আহমেদ। ছবি: বাসস

ফরিদপুর, ১৮ জুন, ২০২৫ (বাসস): ফরিদপুর শহর ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন) সাবেক সাধারণ সম্পাদক সজীব আহমেদকে (২৯) গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

বুধবার দুপুরে তাকে আদালতের পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে শহরের শোভারামপুর সুইচগেট এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সজীব আহমেদ ফরিদপুর শহরের শোভারামপুর মহল্লার বাসিন্দা।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল তরফদার বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের শোভারামপুর সুইচগেট এলাকার আক্কাচের গরুর ফার্মে ইয়াবা সেবনরত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেছেন, সজীব আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার এজাহার নামীয় আসামি। এ মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এর সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেছেন, তিনি একাধিক মামলার আসামি। তাকে গ্রেপ্তারের পর আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে ২০২২ সালের ১৫ মার্চ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ফরিদপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব আহমেদকে তার পদ থেকে অব্যাহতি দেয় জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শহরের সরকারি রাজেন্দ্র কলেজের পূর্ব পাশের সড়কে ছাত্রলীগ কর্মী সৌরভ মালোকে কুপিয়ে জখমের ঘটনায় হত্যা চেষ্টা মামলায় ২০২২ সালের ১২ অক্টোবর বিকেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০