সংসদ নির্বাচনের আগে ভোটকেন্দ্রগুলো সংস্কার করতে জেলা প্রশাসকের নির্দেশ

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ২০:১৬
ছবি : বাসস

খুলনা, ১৮ জুন, ২০২৫ (বাসস) : খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটকেন্দ্রগুলো সংস্কার করে ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে হবে।

তিনি বুধবার জুন মাসের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় জলাবদ্ধতা নিরসন, সরকারি দপ্তরের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ, সড়ক সংস্কার, এইচএসসি পরীক্ষা ব্যবস্থাপনা, সরকারি দপ্তরের ওয়েবপোর্টাল হালনাগাদ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।  

জেলা প্রশাসক বলেন, সামনের দিনগুলোতে আমাদের করণীয় প্রধান দুটি বিষয় রয়েছে। প্রথম বিষয়টি হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটকেন্দ্রগুলো সংস্কার করে ব্যবহার উপযোগী করা। 

এ কাজটি গুরুত্ব সহকারে বিবেচনা করতে সংশ্লিষ্ট দপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিদের্শনা দেন জেলা প্রশাসক। 

জেলা প্রশাসক বলেন, আরেকটি জরুরি বিষয় হলো গত মৌসুমের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে খুলনাসহ অন্যান্য উপজেলার জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেয়া। এ সমস্যা সমাধানে ইতোমধ্যে শোলমারি পয়েন্টে উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প বসানো হয়েছে। স্লুইচগেটগুলোতে নজরদারী বাড়ানো হয়েছে। আসন্ন এইচএসসি পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।  

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (খুলনা জোন) শিহাব করিম সভায় জানান, ঈদ-উল-আযহার সময় মহানগরে তেমন কোন উল্লেখযোগ্য অপরাধমূলক ঘটনা ঘটেনি। মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। নগরীতে একটি হত্যাকান্ডের নেপথ্যের কারণ ২৪ ঘন্টার মধ্যে উন্মোচন করা হয়েছে। আসামিদের গ্রেফতার করা হয়েছে এবং হত্যাকান্ডের দায় আসামিরা স্বীকার করেছে। নগরীতে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশী টহল জোরদার করা হয়েছে।   

ডেপুটি সিভিল সার্জন ডা. সৈকত মো. রেজওয়ানুল হক জানান, ডেঙ্গু ও করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই। বাইরে বের হলেই মাস্ক পরতে হবে।

তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় বেড প্রস্তুত করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির চারপাশ, ড্রেনসহ সকল জায়গা পরিষ্কার রাখতে হবে। কোন স্থানে পানি জমতে দেওয়া যাবে না। 

কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম জানান, কৃষকদের মধ্যে নারিকেল, তাল ও লেবু গাছের চারা বিতরণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে শাক-সবজি ও আমন ধান আবাদের জন্য এক কোটি ৫৫ লাখ ৫৭ হাজার তিনশ’ টাকা প্রণোদনা দেওয়া হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০