নোয়াখালীতে ঝড়ে লন্ডভন্ড তিন গ্রামের অর্ধশতাধিক ঘর বাড়ি

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ১৬:১৩
ছবি : বাসস

নোয়াখালী, ২০ জুন,২০২৫ (বাসস):জেলার সেনবাগ উপজেলায়  ঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়েছে তিনটি গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি। 

গতকাল বৃহস্পতিবার দিনভর বৃষ্টির সঙ্গে শুরু হওয়া প্রবল দমকা হাওয়া ঝড়ে রূপ নেয়। এতে নবীপুর ইউনিয়নের দেবীসিংহপুর, বিষ্ণুপুর ও গোপালপুর গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বুঝে ওঠার আগেই ঘরে থাকা আসবাবপত্র সহ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায় অনেকে।

স্থানীয় সূত্র জানায়, হঠাৎ ঝড় শুরু হলে মুহূর্তেই কাঁচা ও সেমিপাকা মিলিয়ে ২১টি ঘর সম্পূর্ণ এবং ৩০টির মতো ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘরের ওপর ভেঙে পরে অসংখ্য গাছপালা। উড়ে গেছে বহু ঘরের টিনের চালা। গাছ ভেঙে পড়ায় বেশ কিছু বাড়ির সীমানা দেয়ালও বিধ্বস্ত হয়। এতে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ভেঙে গেছে দুটি বিদ্যুতের পিলার, ছিঁড়ে গেছে সংযোগ লাইন, ফলে পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। অন্ধকারে অনেকটা মানবেতর জীবন যাপন করছেন তারা।

ঝড়ে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে আত্মীয়-স্বজনের বাড়িতে উঠেছেন। তবে এখনো অনেকেই খোলা আকাশের নিচে রয়েছেন। তাদের জন্য জরুরি খাবার, কাপড় ও ঘর মেরামতের সহায়তা প্রয়োজন বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা   জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পুনর্বাসন ও অন্যান্য সহযোগিতা নিশ্চিত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটিয়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু
সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
আরপিও ২০ অনুচ্ছেদের বিধান পুর্নবহাল চায় ১২ দলীয় জোট
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক আরোপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ, বুধবার শুনানী
আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে: সিইসি
খুলনায় মাদকসহ কারবারি গ্রেপ্তার
জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা
তেহরানের খেলনা জাদুঘর : শৈশব স্মৃতির জীবন্ত ভুবন
নাইজেরিয়ায় সামরিক অভিযানের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ট্রাম্প
১০