ময়মনসিংহে মানুষের কঙ্কালসহ এক যুবক আটক

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ১৬:১৭
ছবি : বাসস

ময়মনসিংহ, ২০ জুন, ২০২৫ (বাসস) : জেলার ভালুকায় মানুষের তিনটি কঙ্কালসহ মাসুদ রানা (২২) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়। আটককৃত মাসুদ রানা শেরপুর জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৬টার দিকে মাসুদ রানা ও তার এক সহযোগী তিনটি স্কুলব্যাগে করে মানুষের কঙ্কাল নিয়ে বাসে চড়ে ঢাকা যাওয়ার চেষ্টা করছিলেন। মেহেরাবাড়ী এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্টে তল্লাশির মুখে পড়লে তাদের আচরণ সন্দেহজনক মনে হয়। চেকপোস্টে দায়িত্বরত সদস্যরা ব্যাগ তল্লাশির চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করে। স্থানীয়দের সহযোগিতায় মাসুদকে আটক করা গেলেও তার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে মাসুদের ব্যাগ তল্লাশি করে মানুষের মাথার তিনটি খুলি ও অন্যান্য অস্থিসহ পূর্ণাঙ্গ কঙ্কাল উদ্ধার করা হয়। আটককৃত যুবক ও উদ্ধার হওয়া কঙ্কাল ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা স্বীকার করেছে, কঙ্কালগুলো বিক্রির উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় ২৪-এর শহীদদের স্মরণে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বার্সেলোনায় টার স্টেগানের ভবিষ্যত নিয়ে শঙ্কা
শব্দ দূষণ করায় ফেনীতে ৪ পরিবহন চালককে জরিমানা
জবিতে ‘জুলাই বিপ্লব ও বৈষম্যহীন বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত
‘জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি রেজিসটেন্স ডে’ উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনী, গান ও ড্রোন শো
পাঁচ মাস পরে ফিরেই গোল পেলেন নেইমার
এনসিপির ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত
ফ্যাসিবাদের প্রেতাত্মারা জুলাই যোদ্ধা কমরেডদের ওপর হামলা করেছে : মাহমুদুর রহমান
ফরিদপুর জেলায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন
তারিক সিদ্দিক ও তার স্ত্রী-কন্যাদের বিরুদ্ধে দুদকের মামলা
১০