কিশোরগঞ্জে নদীতে গোসলে নেমে কিশোরের মৃত্যু

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ১৭:০৭
প্রতীকী ছবি

কিশোরগঞ্জ, ২০ জুন, ২০২৫ (বাসস) : জেলার ভৈরবে ফুটবল খেলা শেষে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে জুম্মান (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা স্ট্রিল ব্রিজ সংলগ্ন কোদালকাটি নদীতে এ ঘটনা ঘটে।

মৃত জুম্মান ভৈরব উপজেলার গোছামারা গ্রামের আমান উল্লাহর ছেলে। তিনি হাফেজ ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যান জুম্মান। খেলা শেষে সবাই মিলে পাশের কোদালকাটি নদীতে গোসল করতে নামেন। প্রথমবার চার বন্ধু মিলে গোছামারা স্ট্রিল ব্রিজ থেকে লাফ দিয়ে নদীতে নামেন এবং নিরাপদে তীরে উঠে আসেন। কিন্তু দ্বিতীয়বার লাফ দেওয়ার পর জুম্মান আর উঠতে পারেননি।

সঙ্গীরা তাকে উদ্ধার করতে চেষ্টা করলেও নদীর তীব্র স্রোতের কারণে ব্যর্থ হন। এতে জুম্মান নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় তারা জুম্মানের নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হন।

ভৈরব নদী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. তোফাজ্জল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। উদ্ধারকৃত মরদেহ পরে স্থানীয় থানা পুলিশের মাধ্যমে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটিয়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু
সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
আরপিও ২০ অনুচ্ছেদের বিধান পুর্নবহাল চায় ১২ দলীয় জোট
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক আরোপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ, বুধবার শুনানী
আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে: সিইসি
খুলনায় মাদকসহ কারবারি গ্রেপ্তার
জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা
তেহরানের খেলনা জাদুঘর : শৈশব স্মৃতির জীবন্ত ভুবন
নাইজেরিয়ায় সামরিক অভিযানের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ট্রাম্প
১০