রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বৃদ্ধির আহ্বান তারেক রহমানের

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ১৮:৪৬
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা, ২০ জুন, ২০২৫ (বাসস): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ জোরদার করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক সম্প্রদায়কে নিশ্চিত করতে হবে যে এই সংকট সমাধানে সকল পক্ষের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত,’ আজ বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা লিখেছেন।

পোস্টে তিনি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সাথে সংহতি প্রকাশ করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের জন্য, ‘এটি কেবল একটি বিশ্বব্যাপী সংকট নয়, বরং আমাদের দৈনন্দিন বাস্তবতা। কক্সবাজারে ১৪ লক্ষেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার মানবিক দায়িত্বের প্রতি বাংলাদেশের অঙ্গীকার বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।’ 

তিনি উল্লেখ করেন, তবে, এই সংকট বিশ্বের সবচেয়ে গুরুতর মানবিক সংকটগুলোর মধ্যে একটি হিসেবে রয়ে গেছে এবং এর বোঝা বাংলাদেশের জন্য ক্রমশ অসহনীয় হয়ে উঠছে। 

তারেক রহমান রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বৃদ্ধির জন্য অন্তর্বর্তকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি সকলকে এই শান্তিপূর্ণ ও ন্যায্য ব্যবস্থার প্রতি অঙ্গীকার জোরদার করার আহ্বান জানিয়েছেন যাতে সকল শরণার্থী তাদের নিজ দেশে ফিরে যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দাকোপে লজিক প্রকল্পের পানি শোধনাগার পরিদর্শন করলেন ইইউ রাষ্ট্রদূত
ফারহান ফাইয়াজের মতো শহীদদের স্মরণে নতুন করে দেশ গড়ব : শারমীন এস মুরশিদ
বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না : ড. মঈন খান
চিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক সৌমিতা
ওমানের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৬০ রান
মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে অভিনয় ও আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত
কক্সবাজারে বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের ৫ সদস্য আটক
নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি
সেঞ্চুরি থেকে ৪ উইকেট দূরে তাসকিন
শ্রীলংকাকে হারিয়ে সুপার ফোরের পথে একধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ
১০