রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বৃদ্ধির আহ্বান তারেক রহমানের

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ১৮:৪৬
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা, ২০ জুন, ২০২৫ (বাসস): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ জোরদার করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক সম্প্রদায়কে নিশ্চিত করতে হবে যে এই সংকট সমাধানে সকল পক্ষের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত,’ আজ বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা লিখেছেন।

পোস্টে তিনি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সাথে সংহতি প্রকাশ করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের জন্য, ‘এটি কেবল একটি বিশ্বব্যাপী সংকট নয়, বরং আমাদের দৈনন্দিন বাস্তবতা। কক্সবাজারে ১৪ লক্ষেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার মানবিক দায়িত্বের প্রতি বাংলাদেশের অঙ্গীকার বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।’ 

তিনি উল্লেখ করেন, তবে, এই সংকট বিশ্বের সবচেয়ে গুরুতর মানবিক সংকটগুলোর মধ্যে একটি হিসেবে রয়ে গেছে এবং এর বোঝা বাংলাদেশের জন্য ক্রমশ অসহনীয় হয়ে উঠছে। 

তারেক রহমান রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বৃদ্ধির জন্য অন্তর্বর্তকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি সকলকে এই শান্তিপূর্ণ ও ন্যায্য ব্যবস্থার প্রতি অঙ্গীকার জোরদার করার আহ্বান জানিয়েছেন যাতে সকল শরণার্থী তাদের নিজ দেশে ফিরে যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাসস দেশ-৬১ : দেশে স্বাধীনতার পর এবারই রেকর্ড পরিমাণ খাদ্য মজুত রয়েছে : মহাপরিচালক
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসস পরিচালনা বোর্ড চেয়ারম্যানের শোক
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য : প্রেস সচিব
রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু আগামীকাল
কেনের হ্যাটট্রিকে বুন্দেসলিগায় বায়ার্নের উড়ন্ত সূচনা
ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন আইনজীবীরা : অ্যাটর্নি জেনারেল
প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালকের শোক 
বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল
নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ : মির্জা ফখরুল
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
১০