রোহিঙ্গাদের সহায়তায় চীন ডব্লিউএফপিতে অবদান রাখছে

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ১৯:২৫
ছবি: ডব্লিউএফপি

ঢাকা, ২০ জুন, ২০২৫ (বাসস) : চীন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা (সিআইডিসিএ) এর মাধ্যমে চীনের সহযোগিতাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

এই অবদানের মাধ্যমে ডব্লিউএফপি ২,১০০ মেট্রিক টন সমৃদ্ধ মানের চাল, ডাল এবং রান্নার তেল সংগ্রহ করতে পারবে - যা কক্সবাজারে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে বসবাসকারী প্রায় ৪৫,০০০ রোহিঙ্গা শরণার্থীর জন্য তিন মাসের খাদ্য রেশন সরবরাহ করার জন্য যথেষ্ট।

ঢাকায় ডব্লিউএফপি বাংলাদেশ কান্ট্রি অফিসে আয়োজিত এক হস্তান্তর অনুষ্ঠানে ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর ডম স্কাল্পেলি বলেন, ‘চীনের এই উদার তহবিল সবচেয়ে জরুরি সময়ে এসেছে’। এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

তিনি বলেন, ‘মানবিক চাহিদা বৃদ্ধি এবং সম্পদের উপর প্রবল চাপের কারণে, এই অবদান আমাদের বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কিছু মানুষের কাছে জীবন রক্ষাকারী খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার সুযোগ করে দিচ্ছে।’ 

ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর আশা প্রকাশ করেন যে এই অবদান কেবল অব্যাহত সম্পৃক্ততাই নয়, বরং এই চলমান সংকট মোকাবেলায় চীনের ভূমিকা আরও গভীরতর করবে।

অনুষ্ঠানে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন বলেন, এটি নিঃসন্দেহে বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নত করতে এবং মানবিক সংকট নিরসনে ইতিবাচক ভূমিকা পালন করবে।

রোহিঙ্গা সংকটের অষ্টম বছরে, বাংলাদেশে শরণার্থীর সংখ্যা দশ লক্ষ ছাড়িয়ে গেছে।

সম্প্রতি ১,৫০,০০০ নতুন আগমনের ফলে মানবিক কার্যক্রম এবং সীমিত সম্পদের উপর চাপ সৃষ্টি হয়েছে।

আগামী ১২ মাস ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পূর্ণ খাদ্য রেশন বজায় রাখার জন্য, ডব্লিউএফপির অতিরিক্ত ১২০ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। নতুন তহবিল ছাড়া, এই গুরুত্বপূর্ণ সহায়তা ২০২৫ সালের অক্টোবরের শেষ নাগাদ শেষ হয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০