দিনাজপুরে ট্রেনের নিচে কাটা পড়ে দু’জনের মৃত্যু

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ২০:০৫
প্রতীকী ছবি

দিনাজপুর, ২০ জুন, ২০২৫ (বাসস) : দিনাজপুর  চিরিরবন্দর রেলওয়ে স্টেশনে একই স্থানে আড়াই ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর চিরিরবন্দর রেলস্টেশন প্ল্যাটফর্মের পশ্চিম পাশে রাস্তা পার হওয়ার সময় দোলনচাঁপা ট্রেনে কাটা পড়ে আনজুমান আরা (৬০) নামের এক নারী। একই স্থানে আজ দুপুর আড়াইটায় বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মো. জিয়াবুর রহমান (৪৫) নামের একজন আত্মহত্যা করেছেন।

জেলার চিরিরবন্দর থানার ওসি মো. আব্দুল ওয়াদুদ শুক্রবার বিকেলে এই দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে আনজুমান আরা জেলার চিরিরবন্দর উপজেলার বাসুদেবপুর গ্রামের আফজাল হোসনের স্ত্রী। জিয়াবুর রহমান একই উপজেলার পশ্চিম সাইতাঁড়া গ্রামের গফুরশাহ পাড়ার এন্তাজুল হকের পুত্র।

স্থানীয় লোকজনেরা জানান, আজ বিকাল বাড়ি থেকে বের হয়ে মেয়ের বাসায় যাচ্ছিলেন আনজুমান আরা। রেললাইন পার হওয়ার সময় দোলনচাঁপা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

একই স্থানে দুপুরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন জিয়াবুর রহমান। এসময় ট্রেনটি চিরিরবন্দর রেলস্টেশনের প্লাটফর্মে প্রবেশ করছিল।

জেলার পার্বতীপুর রেলওয়ে থানার ওসি পরিদর্শক মো. ফখরুল ইসলাম জানান, ঘটনার সংবাদ পেয়ে চিরিরবন্দর রেলওয়ে স্টেশন থেকে নিহত দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত দু’জনের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। লাশ দু’টি ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্ততি চলছে। ময়না তদন্ত সম্পন্ন হলে, নিহত দু’জনের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে তিনি জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০