হাঁস পালনে সফল ফরিদপুরের কামরুন নাহার

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ২০:৫৪
হাঁস পালনে সফল ফরিদপুরের নারী উদ্যোক্তা কামরুন নাহার। ছবি: বাসস

\ আনিচুর রহমান \

ফরিদপুর, ২০ জুন, ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলার নারী উদ্যোক্তা কামরুন নাহার। ‘পিকিং স্টার ১৩’ জাতের হাঁস পালন করে তিনি সফলতার মুখ দেখেছেন ।

সফল উদ্যোক্তা কামরুন নাহার ফরিদপুর শহরতলীর কোমরপুর গ্রামের সাহান খানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, কামরুন নাহার একসময় মুরগি পালন করতেন। কিন্তু তাতে মোটেও লাভের মুখ দেখেননি বরং মুরগির রোগব্যাধির কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েন। রোগে মুরগি মারা যায়। তখন একটি বেসরকারি উন্নয়ন সংস্থার পরামর্শে তিনি ‘পিকিং স্টার ১৩’ জাতের হাঁস পালন শুরু করেন। ছয়মাস আগে নতুন জাতের হাঁস পালন শুরু করেন। হাঁস পালনের পাশাপাশি তিনি ভার্মি কম্পোস্ট সার তৈরি শুরু করেন। এতে সফলতা দেখা দিয়েছে কামরুল নাহারের।

উদ্যোক্তা কামরুন নাহার জানান, ‘পিকিং স্টার ১৩’ জাতের হাঁস পালনে পানির প্রয়োজন হয় না। পানি ছাড়াই খাঁচায় সহজে পালন করা যায়। মাত্র ৪৫ দিনে ৩ থেকে ৪ কেজি ওজন হয়ে যায়। প্রতিকেজি হাঁস বিক্রি হয় ৩৫০ টাকা থেকে ৪০০ টাকায়। 

তিনি বলেন, এই হাঁস পালন সহজ, কম খরচে লাভ বেশি। এখন ফরিদপুরের হোটেল থেকে শুরু করে অন্য জেলাতেও আমার হাঁস সরবরাহ হচ্ছে। শিগগিরই পাঁচশ’ থেকে একহাজার হাঁস পালনের পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। 

স্থানীয় এনজিও’র কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্ত জানান, প্রশিক্ষণ শেষে তিনি  (কামরুন নাহার) ৫০টি হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করেন। হাঁসের দু’টি বাচ্চা মারা গেলেও পরে তিনি ৪৮টি হাঁস বিক্রি করে মোট ৪৮ হাজার টাকা আয় করেন। এরপর ২০০টি বাচ্চা নিয়ে বড় পরিসরে হাঁস পালন শুরু করেন। এখন তিনি আরও বড় পরিসরে হাঁসের খামারের পরিকল্পনা করছেন।

কামরুল নাহারের প্রতিবেশী খায়রুন সুলতানা বলেন, আমাদের গ্রামেই কামরুন নাহারের খামার থেকে সহজেই হাঁস কিনতে পারছি। হাঁস পালনে সফলতা এই উদ্যোক্তাকে স্থানীয়দের কাছে জনপ্রিয় করে তুলেছে।

ফরিদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জীব কুমার বিশ্বাস বলেন, কামরুল নাহারের ‘পিকিং স্টার ১৩’ হাঁস পালনের উদ্যোগ প্রশংসনীয়।আমরা তাকে প্রযুক্তিগত পরামর্শ, ওষুধ সরবরাহ এবং বাজারজাতকরণে সহায়তা দিচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০