শেখ জুয়েলের মৃত্যু বুকে ব্যথার কারণে : পুলিশের দাবি

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ২১:২৪
গ্রেফতারকৃত মাদক বিক্রেতা শেখ জুয়েল। ফাইল ছবি

কুমিল্লা, ২০ জুন, ২০২৫ (বাসস) : গ্রেফতারকৃত মাদক বিক্রেতা শেখ জুয়েল (৪৫) গতরাতে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে বুকে ব্যথার কারণে মারা গেছেন বলে পুলিশ দাবি করেছে ।

কুমিল্লার এসপি এক বিবৃতিতে জানিয়েছেন, গতরাতে বাঙ্গরাবাজার থানার উত্তরপাড়ায় হেলালের বাড়ি থেকে ইয়াবাসহ চারজনের সঙ্গে গ্রেফতারের পর শেখ জুয়েল বুকে ব্যথা অনুভব করায় তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এসপি জানান, রাত ৮টার দিকে বুকে ব্যথার কথা বলার পরপরই পুলিশ হেফাজতে শেখ জুয়েলকে হাসপাতালে ভর্তি করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন বলে এসপি জানান।

এসপি বলেন, ‘শেখ জুয়েল দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং এর আগেও তার হৃদরোগে আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে বলে পরিবারের লোকজন জানিয়েছে।’

পুলিশি নির্যাতনে জুয়েলের মৃত্যু নিয়ে গণমাধ্যমের একাংশের প্রতিবেদন ভিত্তিহীন এবং মিথ্যা বলে দাবি করেন এসপি।

এসপি বলেন, নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং প্রতিবেদনে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত তিনি সবাইকে কোনও সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ করেন।

তিনি বলেন, শেখ জুয়েলের সঙ্গে পুলিশ আরও চারজনকে গ্রেফতার করেছে, তারা হলেন- হেলাল (৪১), শারমিন ওরফে সখিনা (৩৫), হান্নান (২১) ও খোকন (৪৫)।

অবৈধ মাদক রাখার অভিযোগে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধীনে মামলা দায়ের করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০