ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা কথা বলেছে তারাই জেল খেটেছে : এ্যানি

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ২২:২৮

ঢাকা, ২০ জুন, ২০২৫ (বাসস) : বিএনপির যুগ্ম-মহাসচিব ও দলের মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা কথা বলেছে তারাই জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছে। 

তিনি বলেন, বছরের পর বছর মানুষ এই স্বৈরশাসকের বিরুদ্ধে লড়েছে। জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

আজ শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) আয়োজনে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, জুলাই আন্দোলন হঠাৎ করে হয়নি। এটি একটি গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানে সবার ঘাম ছিল, সবার ত্যাগ ছিল। গুমের একটা নতুন সংস্কৃতি ফ্যাসিস্ট হাসিনা এ দেশে তৈরি করেছিল। 

তিনি বলেন, আমরা শুধু নির্বাচনের জন্যই আন্দোলন সংগ্রাম করিনি। আমরা দেশকে নতুনভাবে গড়তে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বাস্তবায়ন করেই দেশকে এগিয়ে নিতে হবে। আমরা ফ্যাসিস্ট সরকারের বিচার চাই। বিচার ও সংস্কার চলছে। এটা একটা চলমান প্রক্রিয়া। আমাদের ঐক্য আরও সুদৃঢ় করতে হবে।

জবিসাসের সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, গণঅধিকার পরিষদ নেতা রাশেদ খান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি মুহা. নিজামুল হক নাঈম, ইউনাইটেড পিপলস বাংলাদেশের আহবায়ক আলী আহসান জুনায়েদ ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ন-আহ¦ায়ক মনিরা শারমিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় বিজিবির বিশেষ অভিযানে অস্ত্র-মাদক উদ্ধার
পটিয়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু
সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
আরপিও ২০ অনুচ্ছেদের বিধান পুর্নবহাল চায় ১২ দলীয় জোট
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক আরোপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ, বুধবার শুনানী
আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে: সিইসি
খুলনায় মাদকসহ কারবারি গ্রেপ্তার
জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা
তেহরানের খেলনা জাদুঘর : শৈশব স্মৃতির জীবন্ত ভুবন
১০