বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির আলোচনা শুরু

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১৫:০৬
ফাইল ছবি

ঢাকা, ২৪ জুন, ২০২৫ (বাসস): সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে আলোচনা শুরু হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে উভয় পক্ষের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা চীনের। পাশাপাশি নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছে দেশটি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান।

এছাড়া বাণিজ্য ঘাটতি হ্রাস, আধুনিক প্রযুক্তি হস্তান্তর ও কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়তা দেওয়ারও আহ্বান জানান তিনি।

এর আগে, সোমবার চীনের পিপলস গ্রেট হলে বিএনপি ও সিপিসির মধ্যে বৈঠক হয়।

সেসময় চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য ও ন্যাশনাল পিপলস কংগ্রেসের ডেপুটি লি হংঝং বিএনপি প্রতিনিধি দলকে আন্তরিকভাবে স্বাগত জানান।

বৈঠকের শুরুতেই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকে দুই দল ও দু’দেশের মধ্যকার সম্পর্ক আরো গভীর ও নতুন মাত্রা পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সিপিসি নেতা লি হংঝং।

আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে এ উদ্যোগকে বহুপাক্ষিক ও আরো বিস্তৃত পরিসরে সম্প্রসারণের আহ্বান জানান বিএনপি মহাসচিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ মাছ রপ্তানি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ
কালীগঞ্জে প্রান্তিক কৃষকদের অবহিতকরণ কর্মশালা
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিজ্ঞানী, পলিসি মেকার, অর্থসংস্থান, প্রতিষ্ঠান ও জনগণের সমন্বয় জরুরি : অর্থ উপদেষ্টা
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
বেপজা অর্থনৈতিক অঞ্চলে ওয়েসিস অ্যাক্সেসরিজের ৪৮ লাখ ডলার বিনিয়োগ
বিশ্ব রেকর্ড গড়া জয়ে হোয়াইটওয়াশ এড়াল ইংল্যান্ড
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সংস্কার কাজ চলছে : ব্যয় ২৫ কোটি টাকা
এশিয়া কাপে অংশ নেওয়া দলগুলোর খেলোয়াড় তালিকা
ডেঙ্গুতে আজ ২ জনের মৃত্যু
নূরের অবস্থার উন্নতি, সুস্থ হতে লাগবে কয়েক সপ্তাহ : ঢামেক পরিচালক
১০