বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির আলোচনা শুরু

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১৫:০৬
ফাইল ছবি

ঢাকা, ২৪ জুন, ২০২৫ (বাসস): সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে আলোচনা শুরু হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে উভয় পক্ষের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা চীনের। পাশাপাশি নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছে দেশটি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান।

এছাড়া বাণিজ্য ঘাটতি হ্রাস, আধুনিক প্রযুক্তি হস্তান্তর ও কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়তা দেওয়ারও আহ্বান জানান তিনি।

এর আগে, সোমবার চীনের পিপলস গ্রেট হলে বিএনপি ও সিপিসির মধ্যে বৈঠক হয়।

সেসময় চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য ও ন্যাশনাল পিপলস কংগ্রেসের ডেপুটি লি হংঝং বিএনপি প্রতিনিধি দলকে আন্তরিকভাবে স্বাগত জানান।

বৈঠকের শুরুতেই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকে দুই দল ও দু’দেশের মধ্যকার সম্পর্ক আরো গভীর ও নতুন মাত্রা পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সিপিসি নেতা লি হংঝং।

আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে এ উদ্যোগকে বহুপাক্ষিক ও আরো বিস্তৃত পরিসরে সম্প্রসারণের আহ্বান জানান বিএনপি মহাসচিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
ডাকসু নির্বাচন : মব সৃষ্টি করে ছাত্রদল নেত্রীকে মনোনয়ন তুলতে বাধার অভিযোগ
সিইসির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্র সফরে নিরাপত্তা নিশ্চয়তায় জোর দেবেন জেলেনস্কি
পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
মৎস্য সম্পদ সংরক্ষণে জোর দিলেন বিশেষজ্ঞরা
১০