ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যু

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১৮:০৭

ঠাকুরগাঁও, ২৪ জুন, ২০২৫, (বাসস) : জেলার সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ে নিহত হয়েছে।

আজ সকালে সদর উপজেলার ভূল্লী থানার খোশবাজার এলাকার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে একটি বাস একটি সিএনজিকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের খলিসাকুড়ি গ্রামের আবু মোহাম্মদের ছেলে আশরাফুল ইসলাম ও তার মেয়ে খোঁশবাজার মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী রাবিয়াতুল।  

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আশরাফুল ইসলঅমের সিএনজিতে করে মাদরাসায় পরীক্ষা দিতে যাচ্ছিল তার মেয়ে রাবিয়াতুল। সিএনজিটি ভূল্লী থানার খোসবাজার খলিসাকুড়ি পোস্ট অফিস এলাকায় পৌঁছলে, পেছন থেকে একটি বাস সেটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয়। 

এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এ ঘটনায় বেশ কয়েকজন বাসযাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

তবে আহতদের নাম পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। সত্যিই হৃদয় বিদারক একটি ঘটনা। বাসটি আটক করা গেলেও, এর চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। 

এ ঘটনায় ভুল্লি থানায় একটি ইউডি বা অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
ডাকসু নির্বাচন : মব সৃষ্টি করে ছাত্রদল নেত্রীকে মনোনয়ন তুলতে বাধার অভিযোগ
সিইসির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্র সফরে নিরাপত্তা নিশ্চয়তায় জোর দেবেন জেলেনস্কি
১০