গণহত্যার বিচার ও জুলাই সনদ ঘোষণার দাবি জানিয়েছে সাতক্ষীরা জুলাই যোদ্ধা সংসদ

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১৯:২০
ছবি : বাসস

সাতক্ষীরা,২৪ জুন,২০২৫(বাসস): অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে ‘গণহত্যার বিচার’ ও ‘জুলাই ঘোষণাপত্র’ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে সাতক্ষীরা ‘জুলাই যোদ্ধা সংসদ’।

আজ মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন শহীদ মিনার চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  জুলাই যোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে এ দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জুলাই যোদ্ধা সংসদ জেলা শাখার অন্যতম সংগঠক আহত যোদ্ধা আবু হাসান। 

এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক আরাফাত হোসেন, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম, মুখ্য সংগঠক আল শাহরিয়ার, শহীদ আবুল বাশারের ভাই মোহাম্মদ চঞ্চল, আহত যোদ্ধাদের মধ্যে, আলিফ হোসেন, ফারুক হোসেন, আবু হাসান, আব্দুল আজিজ, মুনিয়া আক্তার, আব্দুর রহমান, নাহিদ হাসান, রত্না, রাশেদ হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ৩০ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের কথা ছিল। কিন্তু সময়সীমা প্রায় শেষ পর্যায়ে পৌঁছালেও এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি চোখে পড়ছে না। এটি শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং সরকারের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানের পর ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ছিল জুলাই ঘোষণাপত্র, গণহত্যার বিচার এবং নির্বাচন প্রক্রিয়ায় দৃশ্যমান সংস্কার। কিন্তু বর্তমান সরকার  এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি। 

আবু হাসান বলেন, আমরা আশা করি সরকার দ্রুততম সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদানসহ গণহত্যার বিচার শেষ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
ডাকসু নির্বাচন : মব সৃষ্টি করে ছাত্রদল নেত্রীকে মনোনয়ন তুলতে বাধার অভিযোগ
সিইসির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্র সফরে নিরাপত্তা নিশ্চয়তায় জোর দেবেন জেলেনস্কি
১০