গণহত্যার বিচার ও জুলাই সনদ ঘোষণার দাবি জানিয়েছে সাতক্ষীরা জুলাই যোদ্ধা সংসদ

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১৯:২০
ছবি : বাসস

সাতক্ষীরা,২৪ জুন,২০২৫(বাসস): অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে ‘গণহত্যার বিচার’ ও ‘জুলাই ঘোষণাপত্র’ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে সাতক্ষীরা ‘জুলাই যোদ্ধা সংসদ’।

আজ মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন শহীদ মিনার চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  জুলাই যোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে এ দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জুলাই যোদ্ধা সংসদ জেলা শাখার অন্যতম সংগঠক আহত যোদ্ধা আবু হাসান। 

এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক আরাফাত হোসেন, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম, মুখ্য সংগঠক আল শাহরিয়ার, শহীদ আবুল বাশারের ভাই মোহাম্মদ চঞ্চল, আহত যোদ্ধাদের মধ্যে, আলিফ হোসেন, ফারুক হোসেন, আবু হাসান, আব্দুল আজিজ, মুনিয়া আক্তার, আব্দুর রহমান, নাহিদ হাসান, রত্না, রাশেদ হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ৩০ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের কথা ছিল। কিন্তু সময়সীমা প্রায় শেষ পর্যায়ে পৌঁছালেও এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি চোখে পড়ছে না। এটি শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং সরকারের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানের পর ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ছিল জুলাই ঘোষণাপত্র, গণহত্যার বিচার এবং নির্বাচন প্রক্রিয়ায় দৃশ্যমান সংস্কার। কিন্তু বর্তমান সরকার  এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি। 

আবু হাসান বলেন, আমরা আশা করি সরকার দ্রুততম সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদানসহ গণহত্যার বিচার শেষ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের আশংকা
কিউএস ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং : রাবি এশিয়ায় ৩১২তম
নাগরিক সেবার মানোন্নয়নের তাগিদ ডিএসসিসি’র নতুন প্রশাসকের
রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
খুবিতে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন প্রশিক্ষণের সমাপনী
দিনাজপুরে মাদকসহ একজন আটক
ঝিনাইদহে পিকআপের ধাক্কায় যুবক নিহত
বিএনপিতে যোগ দিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ
অভিযোগের ৬ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করবে আরসিসি
১০