ফেজ পরিবর্তনের কারণে বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন বন্ধ, চালু হবে আগস্টে 

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১৯:৪০
ছবি : বাসস

দিনাজপুর, ২৪ জুন, ২০২৫ (বাসস) : ফেজ পরিবর্তনের কারণে জেলার বড়পুকুরিয়া কয়লাখনি থেকে সাময়িকভাবে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে। 

খনি কর্তৃপক্ষ জানায়, বড়পুকুরিয়া কয়লা খনির ১৫০৫ নম্বর ফেজের মজুদ কয়লা শেষ হওয়ায় আজ মঙ্গলবার দুপুর থেকে কয়লা উত্তোলন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক আজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কয়লা খনির ১৫০৫ নম্বর ফেজের কয়লা ফুরিয়ে গেছে। নতুন ১৪০৬ নম্বর ফেজে যন্ত্রপাতি বসানোর কাজ আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টা থেকে শুরু করা হয়েছে। 

সবকিছু ঠিক থাকলে আগস্টের প্রথম সপ্তাহ থেকে খনির নতুন ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সূত্র জানায়, খনির ১৫০৫ নম্বর ফেজ থেকে চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে কয়লা উত্তোলন শুরু হয়। আজ মঙ্গলবার দুপুরে ওই ফেজের কয়লা মজুদ শেষ হয়। এই ফেজ থেকে ৫ লাখ ১ হাজার টন কয়লা উত্তোলন করা হয়েছে। নতুন ১৫০৬ নম্বর ফেজ থেকে প্রায় ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তবে কয়লা উত্তোলন বন্ধ থাকলেও তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমে তেমন প্রভাব পড়বে না বলেও জানায় খনি কর্তৃপক্ষ।

বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক  বলেন, কোল ইয়ার্ডে এখন প্রায় ৫ লাখ মেট্রিক  টন কয়লা মজুত রয়েছে। এই কয়লা দিয়ে বিদ্যুৎকেন্দ্র সচল রাখা সম্ভব। বর্তমানে তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ১ নম্বর ইউনিট থেকে ৭০ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বড় পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রেডে সরবরাহ করা হচ্ছে। 

তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে। এই দু'টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন চালু রাখতে কয়লা খনিতে কয়লা মজুদ রয়েছে। বিদ্যুৎ উৎপাদনে কোনো  ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা নেই বলেও জানান তিনি। 

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার বলেন, নতুন ফেজ তৈরি করতে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ রাখা হয়েছে। আশা করছি, আগস্ট মাসের শুরুতেই আবার নতুন ফেজ থেকে উত্তোলন শুরু করা  সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনা বিশেষায়িত হাসপাতালে ফের এনজিওগ্রাম শুরু, রোগীদের স্বস্তি
এলেংজানী নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত
যথাসময়ে শুরু হয়েছে ডাকসু ভোট গ্রহণ কার্যক্রম
রাজবাড়ীতে মাজারে হামলা ও লাশ পোড়ানোর ঘটনায় ১৮ জন গ্রেপ্তার
জেনিনে ইসরাইলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি কিশোর নিহত
মুন্সীগঞ্জে প্রশিক্ষণ সমাপনীতে সেলাই মেশিন বিতরণ
কেসিসিতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন
লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ১,৮৯,৮৯৬ জনকে আইনি সেবা
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের আইনি সহায়তা পেল ২৯,৫২৯ জন 
অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড
১০