টাঙ্গাইলে বন বিভাগের উদ্ধারকৃত জমিতে বৃক্ষরোপণ 

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১৯:৪২
উদ্ধারকৃত জমিতে বৃক্ষরোপণ। ছবি : বাসস 

টাঙ্গাইল, ২৪ জুন ২০২৫ (বাসস): জেলার সখীপুর উপজেলায় আজ বন বিভাগের উদ্ধারকৃত ১৩ একর জমিতে শাল ও শালের সহযোগি চারা রোপণ শুরু হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় সখীপুর বহেড়াতৈল ইউনিয়নের বগা প্রতিমা এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী।

এ সময় বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা মো, ইমরান হোসেন, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়া প্রমুখ।

বনবিভাগ সূত্রে জানা যায়, সখীপুর উপজেলার বহেড়াতৈল রেঞ্জের অধীনে এমএম চালা বীট এলাকার বন আইনের ২০ ধারা অনুযায়ী সংরক্ষিত বনের প্রায় ১৩ একর জমি গত ৩১ মে বন বিভাগ যৌথ বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে। মঙ্গলবার বন বিভাগ প্রায় দুইশ’ শ্রমিক নিয়ে ওই জমিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন শুরু করে।

সখীপুর এমএম চালা বিট কর্মকর্তা মো. রুমিউজ্জামান রুমি জানান, দীর্ঘদিন ধরে এ জমি অবৈধ দখলে ছিল। 

এ জমি গেজেটভুক্ত সংরক্ষিত বনের জমি। এই জমিতে বন অধিদপ্তরে নির্দেশনায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনায়নের কাজ শুরু করা হয়েছে।

সখীপুর উপজেলা নির্বাহী  কর্মকর্ত  আব্দুল্লাহ আল রনী বলেন,  বন বিভাগের উদ্ধারকৃত ১৩ একর জমিতে ১১ হাজার বিভিন্ন বনজ ও ফলদ গাছের চারা রোপণ করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের আশংকা
কিউএস ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং : রাবি এশিয়ায় ৩১২তম
নাগরিক সেবার মানোন্নয়নের তাগিদ ডিএসসিসি’র নতুন প্রশাসকের
রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
খুবিতে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন প্রশিক্ষণের সমাপনী
দিনাজপুরে মাদকসহ একজন আটক
ঝিনাইদহে পিকআপের ধাক্কায় যুবক নিহত
বিএনপিতে যোগ দিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ
অভিযোগের ৬ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করবে আরসিসি
১০