টাঙ্গাইলে বন বিভাগের উদ্ধারকৃত জমিতে বৃক্ষরোপণ 

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১৯:৪২
উদ্ধারকৃত জমিতে বৃক্ষরোপণ। ছবি : বাসস 

টাঙ্গাইল, ২৪ জুন ২০২৫ (বাসস): জেলার সখীপুর উপজেলায় আজ বন বিভাগের উদ্ধারকৃত ১৩ একর জমিতে শাল ও শালের সহযোগি চারা রোপণ শুরু হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় সখীপুর বহেড়াতৈল ইউনিয়নের বগা প্রতিমা এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী।

এ সময় বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা মো, ইমরান হোসেন, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়া প্রমুখ।

বনবিভাগ সূত্রে জানা যায়, সখীপুর উপজেলার বহেড়াতৈল রেঞ্জের অধীনে এমএম চালা বীট এলাকার বন আইনের ২০ ধারা অনুযায়ী সংরক্ষিত বনের প্রায় ১৩ একর জমি গত ৩১ মে বন বিভাগ যৌথ বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে। মঙ্গলবার বন বিভাগ প্রায় দুইশ’ শ্রমিক নিয়ে ওই জমিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন শুরু করে।

সখীপুর এমএম চালা বিট কর্মকর্তা মো. রুমিউজ্জামান রুমি জানান, দীর্ঘদিন ধরে এ জমি অবৈধ দখলে ছিল। 

এ জমি গেজেটভুক্ত সংরক্ষিত বনের জমি। এই জমিতে বন অধিদপ্তরে নির্দেশনায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনায়নের কাজ শুরু করা হয়েছে।

সখীপুর উপজেলা নির্বাহী  কর্মকর্ত  আব্দুল্লাহ আল রনী বলেন,  বন বিভাগের উদ্ধারকৃত ১৩ একর জমিতে ১১ হাজার বিভিন্ন বনজ ও ফলদ গাছের চারা রোপণ করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনা বিশেষায়িত হাসপাতালে ফের এনজিওগ্রাম শুরু, রোগীদের স্বস্তি
এলেংজানী নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত
যথাসময়ে শুরু হয়েছে ডাকসু ভোট গ্রহণ কার্যক্রম
রাজবাড়ীতে মাজারে হামলা ও লাশ পোড়ানোর ঘটনায় ১৮ জন গ্রেপ্তার
জেনিনে ইসরাইলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি কিশোর নিহত
মুন্সীগঞ্জে প্রশিক্ষণ সমাপনীতে সেলাই মেশিন বিতরণ
কেসিসিতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন
লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ১,৮৯,৮৯৬ জনকে আইনি সেবা
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের আইনি সহায়তা পেল ২৯,৫২৯ জন 
অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড
১০