টাঙ্গাইলে বন বিভাগের উদ্ধারকৃত জমিতে বৃক্ষরোপণ 

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১৯:৪২
উদ্ধারকৃত জমিতে বৃক্ষরোপণ। ছবি : বাসস 

টাঙ্গাইল, ২৪ জুন ২০২৫ (বাসস): জেলার সখীপুর উপজেলায় আজ বন বিভাগের উদ্ধারকৃত ১৩ একর জমিতে শাল ও শালের সহযোগি চারা রোপণ শুরু হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় সখীপুর বহেড়াতৈল ইউনিয়নের বগা প্রতিমা এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী।

এ সময় বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা মো, ইমরান হোসেন, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়া প্রমুখ।

বনবিভাগ সূত্রে জানা যায়, সখীপুর উপজেলার বহেড়াতৈল রেঞ্জের অধীনে এমএম চালা বীট এলাকার বন আইনের ২০ ধারা অনুযায়ী সংরক্ষিত বনের প্রায় ১৩ একর জমি গত ৩১ মে বন বিভাগ যৌথ বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে। মঙ্গলবার বন বিভাগ প্রায় দুইশ’ শ্রমিক নিয়ে ওই জমিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন শুরু করে।

সখীপুর এমএম চালা বিট কর্মকর্তা মো. রুমিউজ্জামান রুমি জানান, দীর্ঘদিন ধরে এ জমি অবৈধ দখলে ছিল। 

এ জমি গেজেটভুক্ত সংরক্ষিত বনের জমি। এই জমিতে বন অধিদপ্তরে নির্দেশনায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনায়নের কাজ শুরু করা হয়েছে।

সখীপুর উপজেলা নির্বাহী  কর্মকর্ত  আব্দুল্লাহ আল রনী বলেন,  বন বিভাগের উদ্ধারকৃত ১৩ একর জমিতে ১১ হাজার বিভিন্ন বনজ ও ফলদ গাছের চারা রোপণ করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্ব বসতি দিবসে চুয়াডাঙ্গায় শোভাযাত্রা ও সভা
মালদ্বীপের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশি রাষ্ট্রদূতের
আফগানিস্তানে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের তদন্ত করার সিদ্ধান্ত নেবে ইউএনএইচআরসি
খুলনার রূপসায় সুন্দরবন ট্যুরিস্ট জাহাজ ডুবি
বাউফলে ইলিশ রক্ষা অভিযানে জাল জব্দ ও জরিমানা আদায়
সাতক্ষীরায় শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন
হামাসের প্রধান আলোচক খালিল আল-হাইয়া গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য মিশরে পৌঁছেছেন
নীলফামারীতে কমেছে তিস্তার ঢলের পানি
রাজবাড়িতে বিশ্ব বসতি দিবস পালিত
মাগুরায় বিশ্ব শিশু অধিকার সপ্তাহ পালিত
১০