টাঙ্গাইলে বন বিভাগের উদ্ধারকৃত জমিতে বৃক্ষরোপণ 

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১৯:৪২
উদ্ধারকৃত জমিতে বৃক্ষরোপণ। ছবি : বাসস 

টাঙ্গাইল, ২৪ জুন ২০২৫ (বাসস): জেলার সখীপুর উপজেলায় আজ বন বিভাগের উদ্ধারকৃত ১৩ একর জমিতে শাল ও শালের সহযোগি চারা রোপণ শুরু হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় সখীপুর বহেড়াতৈল ইউনিয়নের বগা প্রতিমা এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী।

এ সময় বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা মো, ইমরান হোসেন, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়া প্রমুখ।

বনবিভাগ সূত্রে জানা যায়, সখীপুর উপজেলার বহেড়াতৈল রেঞ্জের অধীনে এমএম চালা বীট এলাকার বন আইনের ২০ ধারা অনুযায়ী সংরক্ষিত বনের প্রায় ১৩ একর জমি গত ৩১ মে বন বিভাগ যৌথ বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে। মঙ্গলবার বন বিভাগ প্রায় দুইশ’ শ্রমিক নিয়ে ওই জমিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন শুরু করে।

সখীপুর এমএম চালা বিট কর্মকর্তা মো. রুমিউজ্জামান রুমি জানান, দীর্ঘদিন ধরে এ জমি অবৈধ দখলে ছিল। 

এ জমি গেজেটভুক্ত সংরক্ষিত বনের জমি। এই জমিতে বন অধিদপ্তরে নির্দেশনায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনায়নের কাজ শুরু করা হয়েছে।

সখীপুর উপজেলা নির্বাহী  কর্মকর্ত  আব্দুল্লাহ আল রনী বলেন,  বন বিভাগের উদ্ধারকৃত ১৩ একর জমিতে ১১ হাজার বিভিন্ন বনজ ও ফলদ গাছের চারা রোপণ করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
ডাকসু নির্বাচন : মব সৃষ্টি করে ছাত্রদল নেত্রীকে মনোনয়ন তুলতে বাধার অভিযোগ
সিইসির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্র সফরে নিরাপত্তা নিশ্চয়তায় জোর দেবেন জেলেনস্কি
১০