সাতক্ষীরার সকল অফিস স্টাফদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে

বাসস
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১৭:৫৪
সাতক্ষীরার সকল অফিস স্টাফদের ডোপ টেস্ট বাধ্যতামূলক । ছবি : বাসস

সাতক্ষীরা, ২৬ জুন, ২০২৫ (বাসস): জেলার সরকারি-বেসরকারি প্রতিটি অফিস স্টাফদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এছাড়া প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী কমিটি গঠন বাধ্যতামূলক করা হবে বলেও তিনি জানান।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, মাদকের বিরুদ্ধেও আমাদের যুদ্ধ করতে হবে। মাদক আমাদের শরীর নয়, পরিবার, সমাজ সর্বোপরি একটা দেশ ও জাতিকে ধ্বংস করে দেয়। মাদক পাচারকারী, সেবনকারী ও বিক্রেতাকে কঠোর শাস্তি প্রদান করা হবে। মাদকমুক্ত সমাজ ও দেশ গড়তে হলে এখনই তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তাহলে আমরা একটা মাদকমুক্ত সুস্থ সমাজ পাবো। সকলের সহোযোগিতায় এটা সম্ভব। 

জেলা প্রশাসন ও জেলা মাদকদব্র্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, ৩৩ বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, প্রফেসর মোজাম্মেল হক, সাতক্ষীরা সরকারি কলেজ বিএনসিসির ক্যাডেট জাহিদ হাসান, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সেমন্তী জামান খান ও আলিয়া মাদ্রাসার ছাত্র মো. জাহিদ হাসান।

\সভায় জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, র‌্যাবের সাতক্ষীরা ক্যাম্পের ডিএডি নাসিরউদ্দীন, পুরস্কার প্রাপ্ত জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবক, এনজিও প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি উপলক্ষ্যে সাতক্ষীরা জে লা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে মিলিত হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল শেরপুর জেলায় দুদকের ১৮৪তম গণশুনানি
ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল
আওয়ামী লীগের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
শেরপুর সীমান্তে ভারতীয় মশলা জব্দ
নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বৃদ্ধি
রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
১০