
রাজশাহী, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস): জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত ১৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। আগামী ৬ মাসের জন্য এই কমিটি অনুমোদন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে মোবাশ্বের আলীকে। কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মো. মোবাশ্বের হোসেন, যুগ্ম আহবায়ক সারোয়ারুল হক রবিন, হেলালুজ্জামান সরকার, সিরাজুল ইসলাম, জেসমিন আরা পারভীন; সদস্য সচিব আতিকুর রহমান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাহফুজুর রহমান (জুয়েল)।
এছাড়া যুগ্ম সদস্য সচিব মাহফুজুর রহমান (বাবু), ফাহাবীর চৌধুরী, সালাউদ্দিন বাপ্পি, মোফাসসিরুল ইসলাম, উরসী মাহফিলা ফাতেহা, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু বক্কার সিদ্দিক (উদয়), সানেপ সাফওয়ান ও আতিকুর রহমান।
আহ্বায়ক কমিটি গঠন করার আগে রাজশাহী বিভাগের রাজশাহী মহানগর ও জেলার সমন্বয় সভা করা হয়। এনসিপির কেন্দ্র নেতারা উপস্থিত ছিলেন। সর্বশেষ গত মঙ্গলবার রাজশাহীতে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম ও সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা সার্বিক পরিস্থিতি নিয়ে রাজশাহীতে প্রেস ব্রিফিং করেন।
এর আগে গত ২৭ জুন রাজশাহী মহানগরের সমন্বয় কমিটি গঠন করা হয়েছিল।