এইচএসসি’র প্রথম পরীক্ষায় রাজশাহী বোর্ডে অনুপস্থিত ১৮৬৭ জন, বহিষ্কার ১

বাসস
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১৮:৩৮

রাজশাহী, ২৬ জুন, ২০২৫ (বাসস) : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে প্রথম দিন বাংলা আবশ্যিক (১ম পত্রে) অনুপস্থিত ছিল ১ হাজার ৮৬৭ জন। এদিন ১ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

বহিষ্কৃত পরীক্ষাথীর নাম ফিরোজ আহমেদ। সে বগুড়া জেলার মনসুর হোসেন ডিগ্রি কলেজের ছাত্র। নন্দীগ্রাম-২ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অনুপস্থিত ১ হাজার ৮৬৭ জনের মধ্যে রাজশাহী জেলায় ৪৪৬ জন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৩৪ জন, নাটোর জেলায় ১৩২ জন, নওগাঁ জেলায় ২১৪ জন, পাবনা জেলায় ২১৭ জন, সিরাজগঞ্জ জেলায় ৩২৮ জন, বগুড়া জেলায় ২৪৯ জন এবং জয়পুরহাট জেলায় অনুপস্থিত ৯৭ জন।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম বাসসকে বলেন, পরীক্ষা সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশা করছি আগামীর পরীক্ষাগুলো সুষ্ঠভাবে অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০