রাবি উপাচার্যের সঙ্গে জাতিসংঘের প্রতিনিধিদলের সাক্ষাৎ 

বাসস
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ২১:৪৬
ছবি : বাসস

রাজশাহী , ২৬ জুন, ২০২৫ (বাসস) : বাংলাদেশে জাতিসংঘের (ইউএন) আবাসিক সমন্বয়কারী গুইন লুইসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলে ছিলেন ইউএন উইমেনের প্রতিনিধি গীতাঞ্জলি সিং, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের প্রধান লুইস বারবার এবং ইউএন উইমেন বাংলাদেশের কর্মকর্তা সৈয়দা সামারা মুর্তাদা।

এসময় তাদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেত্রী উমামা ফাতেমা ও রাবি ছাত্রনেত্রী তাসিন খান।

সাক্ষাৎকালে, উভয় পক্ষ রাবি কোর্স ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করেন, বিশেষ করে ২০২৪ সালের বিপ্লব-পরবর্তী সময়ে নারীর ক্ষমতায়ন এবং তারুণ্যের নেতৃত্বের মূলধারায় সম্পৃক্ততার উপর জোর দেয়। 

উপাচার্য অধ্যাপক সালেহ নকীব জাতিসংঘ প্রতিনিধিদলকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন, যার মধ্যে রয়েছে নারীদের হয়রানি ও উত্যক্ত প্রতিরোধের পাশাপাশি শিক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ।

সাক্ষাতে আবাসিক সমন্বয়কারী (ইউএনআরসি) গুইন লুইস নারী ক্ষমতায়ন ও ক্যাম্পাসে নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।

রাবি প্রো-ভিসি অধ্যাপক মাঈন উদ্দিন ও অধ্যাপক ফরিদ উদ্দিন খান, প্রক্টর মাহবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম এবং আন্তর্জাতিক বিষয়ক কার্যালয়ের পরিচালক অধ্যাপক সাজ্জাদুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গার বিএনপি নেতা মির্জা শিপলুর মৃত্যুতে মহাসচিবের শোক
শহীদ আবরার স্মরণে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
নাহিদ ইসলামের বক্তব্য বিকৃতভাবে প্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট
কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও আর্থিক সহায়তা 
শেরপুর সদরের বলাইরচরে গণসংযোগ বিএনপির
লালমনিরহাটে আকস্মিক বন্যায় ১০ হাজার পরিবার পানিবন্দি
পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত
ঢাকা মহানগরীতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষায় দিনভর অভিযান
১০