রামপাল বিদ্যুৎ কেন্দ্রে অভিযান পরিচালনা করেছে দুদক 

বাসস
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ২০:৪৩
বাগেরহাটের রামপাল বিদ্যুৎ কেন্দ্রে বৃহস্পতিবার দুদক অভিযান চালিয়ে অনিয়মের প্রমাণ সংগ্রহ করে। ছবি: বাসস

বাগেরহাট, ২৭ জুন, ২০২৫ (বাসস) : দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম রামপাল বিদ্যুৎ কেন্দ্র অফিসে অভিযান চালিয়ে বেতন বৈষম্য এবং বিদ্যুৎ কেন্দ্র থেকে যন্ত্রপাতি লুটপাটের অভিযোগের সত্যতা পেয়েছে।

বাগেরহাট দুদকের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে দলটি গতকাল বিকেলে অভিযান চালিয়ে অনিয়মের প্রমাণ সংগ্রহ করেছে।

অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাইদুর রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে কর্মচারীদের বেতন বৈষম্য, কর অব্যাহতি এবং কয়লা ক্রয়সহ অভিযোগের প্রাথমিক প্রমাণ তারা পেয়েছেন।

তিনি বলেন, আমরা সমস্ত প্রমাণ সংগ্রহ করেছি এবং আমরা সেগুলো প্রধান কার্যালয়ে পাঠাবো। নির্দেশনা পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বাগেরহাট জেলার রামপাল উপজেলায় অবস্থিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র।

এই কেন্দ্রটি ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন জাতীয় তাপবিদ্যুৎ কর্পোরেশন (এনটিপিসি) ও বাংলাদেশের রাষ্টায়াত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) এর মধ্যে সমান অংশিদারিত্বের যৌথ উদ্যোগ বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন ব্রাজিলের লুলা
যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি : ডব্লিওএইচও
ভোটকেন্দ্রে আনসার সদস্যরা প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবে : মহাপরিচালক
যৌথ বাহিনীর অভিযানে ১৬-২৩ অক্টোবর পর্যন্ত সারাদেশে আটক ১৫১
ন্যাশনাল ব্যাংকের সাবেক কর্মকর্তা ও ব্যবসায়ীসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সেন্টমার্টিনে অসহায় জেলে পরিবারের পাশে তারেক রহমান
নরসিংদীর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা
অভুক্ত ও অসুস্থ ঘোড়ার পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
চাকসু, হল ও হোস্টেল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
বাংলাদেশ জলবায়ু সংকটকে অর্থনৈতিক সুযোগে রূপ দিতে পারে: ডেনিশ রাষ্ট্রদূত
১০