রামপাল বিদ্যুৎ কেন্দ্রে অভিযান পরিচালনা করেছে দুদক 

বাসস
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ২০:৪৩
বাগেরহাটের রামপাল বিদ্যুৎ কেন্দ্রে বৃহস্পতিবার দুদক অভিযান চালিয়ে অনিয়মের প্রমাণ সংগ্রহ করে। ছবি: বাসস

বাগেরহাট, ২৭ জুন, ২০২৫ (বাসস) : দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম রামপাল বিদ্যুৎ কেন্দ্র অফিসে অভিযান চালিয়ে বেতন বৈষম্য এবং বিদ্যুৎ কেন্দ্র থেকে যন্ত্রপাতি লুটপাটের অভিযোগের সত্যতা পেয়েছে।

বাগেরহাট দুদকের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে দলটি গতকাল বিকেলে অভিযান চালিয়ে অনিয়মের প্রমাণ সংগ্রহ করেছে।

অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাইদুর রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে কর্মচারীদের বেতন বৈষম্য, কর অব্যাহতি এবং কয়লা ক্রয়সহ অভিযোগের প্রাথমিক প্রমাণ তারা পেয়েছেন।

তিনি বলেন, আমরা সমস্ত প্রমাণ সংগ্রহ করেছি এবং আমরা সেগুলো প্রধান কার্যালয়ে পাঠাবো। নির্দেশনা পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বাগেরহাট জেলার রামপাল উপজেলায় অবস্থিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র।

এই কেন্দ্রটি ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন জাতীয় তাপবিদ্যুৎ কর্পোরেশন (এনটিপিসি) ও বাংলাদেশের রাষ্টায়াত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) এর মধ্যে সমান অংশিদারিত্বের যৌথ উদ্যোগ বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০