পবিত্র হজ পালন শেষে ৫৪,৩৯৭ জন হাজী দেশে ফিরেছেন

বাসস
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ২১:১০

ঢাকা, ২৭ জুন, ২০২৫ (বাসস) : ১০ জুন থেকে মোট ৫৪,৩৯৭ জন বাংলাদেশী হাজী পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানসহ তিনটি বিমান সংস্থা তাদের দেশে ফিরিয়ে আনায় যুক্ত রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিসের পরিচালক এম লোকমান হোসেন বলেন, ‘আজ তিনটি ফ্লাইটে মোট ৯২২ জন হাজী ঢাকায় পৌঁছেছেন।’

ফ্লাইট ব্যবস্থাপনা তথ্য পরিষেবার বরাত দিয়ে তিনি বলেন, জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩টি ফ্লাইটে ২৩,৯০০ হজযাত্রীকে ফিরিয়ে এনেছে, যেখানে সৌদি এয়ারলাইন্স ৫৭টি ফ্লাইটে ২২,০৫৬ জন এবং সৌদি-ভিত্তিক ফ্লাইনাস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ অফিসের পরিচালক জানান, ‘দুর্ভাগ্যবশত সৌদি আরবে এখন পর্যন্ত ৪০ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ১১ জন মহিলা। মক্কায় ২৫ জন, মদিনায় ১২ জন, আরাফাতে একজন এবং জেদ্দায় দুইজন মারা গেছেন।’

হজ অফিস জানিয়েছে, সৌদি মেডিকেল কেন্দ্রগুলো এখনও পর্যন্ত বাংলাদেশি হাজীদের জন্য ৬৬,৯৬৪ টি স্বয়ংক্রিয় প্রেসক্রিপশন তৈরি করেছে এবং তথ্য প্রযুক্তি সাহায্য কেন্দ্রগুলো হাজীদের অবস্থানকালে সহায়তা করার জন্য ২৪,৫৮০ টি সেবা প্রদান করেছে।

সৌদির সরকারি হাসপাতালগুলো ৩০৮ জন বাংলাদেশি হজযাত্রীকে চিকিৎসা দিয়েছে এবং ১৯ জন এখনও সৌদি স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসাধীন।

হোসেন বলেন, বাংলাদেশ সৌদি আরবের সংশ্লিষ্ট সকলকে হজ এবং হজ পরবর্তী সময়কালে বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বলেছে।

এই বছরের হজ কার্যক্রম ২৯ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে শুরু হয়েছিল এবং ৩১ মে শেষ হয়েছিল, যেখানে ১০ জুন থেকে ফেরার পর্ব শুরু হয়েছিল এবং ১০ জুলাই পর্যন্ত চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন ব্রাজিলের লুলা
যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি : ডব্লিওএইচও
ভোটকেন্দ্রে আনসার সদস্যরা প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবে : মহাপরিচালক
যৌথ বাহিনীর অভিযানে ১৬-২৩ অক্টোবর পর্যন্ত সারাদেশে আটক ১৫১
ন্যাশনাল ব্যাংকের সাবেক কর্মকর্তা ও ব্যবসায়ীসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সেন্টমার্টিনে অসহায় জেলে পরিবারের পাশে তারেক রহমান
নরসিংদীর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা
অভুক্ত ও অসুস্থ ঘোড়ার পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
চাকসু, হল ও হোস্টেল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
বাংলাদেশ জলবায়ু সংকটকে অর্থনৈতিক সুযোগে রূপ দিতে পারে: ডেনিশ রাষ্ট্রদূত
১০