বিএনপি-সিপিসির নতুন সমঝোতা দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করবে: মির্জা ফখরুল

বাসস
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ২২:৩৫ আপডেট: : ২৮ জুন ২০২৫, ১০:১৯

ঢাকা, ২৭ জুন, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি-সিপিসি (চীনা কমিউনিস্ট পার্টি) এর নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করবে। 

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি প্রতিনিধি দল চীন সফর করছেন। আজ শুক্রবার চীনের শিয়ান বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। 

আজ সকালে শানসি প্রদেশের শি’আন শহরতলিতে প্রতিনিধিদল একটি মডেল কমিউনিটি এলাকা পরিদর্শন করেন। 

এ সময় কমিউনিটি কমিটি’র সেক্রেটারি তাদের অভ্যর্থনা জানিয়ে কমিউনিটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তারা তাদের সদস্য নাগরিকদের স্বাস্থ্য সেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পূনর্বাসন ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।  

প্রতিনিধিদল একটি জাদুঘর পরিদর্শন করেন। যেখানে তারা স্থানীয় শিশুদের সামনে চীনের বিপ্লবী সংগ্রাম এবং স্বাধীনতার ইতিহাস উপস্থাপনা সম্পর্কিত কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরে বিমান বন্দরে চীনা কমিউনিস্ট পাটির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক বিদায় জানান। 

পরে বিএনপি মহাসচিব শিয়ান বিমানবন্দরে বলেন, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি প্রতিনিধি দলের সফরের মধ্যে দিয়ে বিএনপি-সিপিসি এর নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করবে। 

প্রতিনিধিদল রাত ৯ টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

ঢাকা বিমানবন্দরে বিএনপির প্রতিনিধি দলকে স্বাগতম জানাবেন ঢাকাস্থ চীন দুতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদুত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন ব্রাজিলের লুলা
যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি : ডব্লিওএইচও
ভোটকেন্দ্রে আনসার সদস্যরা প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবে : মহাপরিচালক
যৌথ বাহিনীর অভিযানে ১৬-২৩ অক্টোবর পর্যন্ত সারাদেশে আটক ১৫১
ন্যাশনাল ব্যাংকের সাবেক কর্মকর্তা ও ব্যবসায়ীসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সেন্টমার্টিনে অসহায় জেলে পরিবারের পাশে তারেক রহমান
নরসিংদীর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা
অভুক্ত ও অসুস্থ ঘোড়ার পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
চাকসু, হল ও হোস্টেল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
বাংলাদেশ জলবায়ু সংকটকে অর্থনৈতিক সুযোগে রূপ দিতে পারে: ডেনিশ রাষ্ট্রদূত
১০