জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে রাজশাহী মহানগর জামায়াতের দোয়া মাহফিল

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০০:৫৬
ছবি : বাসস

রাজশাহী, ১ জুলাই, ২০২৫ (বাসস): বাংলাদেশ জায়ামাতে ইসলামী রাজশাহী মহানগর শাখার উদ্যোগে জুলাই বিপ্লবে শহীদ ও পুঙ্গত্ববরণকারীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেলে নগরীর শিরোইলের পূবালী মার্কেটে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরীর জামায়াতের নায়েবে আমীর এ্যডভোকেট আবু মোহাম্মদ সেলিম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শহীদ আলী রায়হান, সাকিব আনজুমকে স্মরণ করে অনুষ্ঠান শুরু করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে তাদের মাগফিরাতের জন্য দোয়া করা হয়।

ডা. মোহাম্মদ জাহাঙ্গীর তার বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে হবে। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে আগামীতে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, সৎ মানুষের শাসন নিশ্চিত করতে হবে। 

তিনি বলেন, এদেশের মানুষ শান্তি ও নিজেদের অধিকার চায়, আর কোনো স্বৈরশাসন দেখতে চায় না।

রাজশাহী মহানগরীর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল বলেন, এখন জুলাই আন্দোলনের নতুন নতুন মাস্টামাইন্ড বের হচ্ছে। অথছ তারা মাঠেই ছিলো না। যারা বলেছিলো আন্দোলনের সাথে সম্পর্ক নাই তারা এখন অন্দোলনের স্টেক হোল্ডার। কোন ফ্যাসিস্ট বা তাদের সহযোগীদের হাতে দেশ তুলে দেয়া হবে না। আমরা আন্দোলনের চেতনাকে ভুলণ্ঠিত হতে দিতে পারি না।

রাজশাহী মহানগরীর সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাৎ হোসাইন, অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, মহানগরীর সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনও লাগবে আবার বিচার ও সংস্কারও লাগবে : হাসনাত আবদুল্লাহ
গুম প্রতিরোধ দিবসে ছাত্র শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মিয়ানমারে পাচারকালে আলু ও শীতল পাটি জব্দ করেছে কোস্ট গার্ড
ভিপি নূরের শয্যাপাশে ডা. তাহেরসহ জামায়াত নেতৃবৃন্দ
ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
দেশের প্রতিটি আন্দোলনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য : সেমিনারে বক্তারা
সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ
জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : আহমদ আবদুল কাদের
ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব
ডেঙ্গুতে আজ ৩৬৭ জন আক্রান্ত
১০