জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চাঁদপুর শহর জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০০:৫৭
ছবি : বাসস

চাঁদপুর, ১ জুলাই, ২০২৫ (বাসস): জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা ও নিহত সকল শহিদের স্মরণে চাঁদপুরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের রেলওয়ে বাইতুল আমিন জামে মসজিদে কেন্দ্রিয় কমূর্সচির অংশ হিসেবে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

আলোচনায় জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী।

সভাপতিত্ব করেন শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রেলওয়ে বায়তুল আমিন জামে মসজিদের পেশ ইমাম মুফতি জাফর আহমেদ।

আহত ও শহিদদের স্মৃতিচারণ করতে গিয়ে প্রধান অতিথি বলেন, জুলাই আমাদের জন্য শুধুই একটি মাস নয়, এটি একটি রক্তাক্ত স্মৃতির নাম। ২০২৪ সালের সেই বিভীষিকাময় জুলাইয়ের কথা মনে হলেই হৃদয়টা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। ইসলাম, ইনসাফ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানাতে গিয়ে যেভাবে আমাদের ভাইয়েরা হামলার শিকার হয়েছেন, শহীদ হয়েছেন তা আজও বিশ্বাস করতে কষ্ট হয়। শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ অসংখ্য তাজা প্রাণ ঝরে গেছে এই আন্দোলনে।

শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ মো. বেলায়েত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

শহর জামায়াতের সহ-সেক্রেটারি মো. সবুজ খান, জামায়াত নেতা গোলাম মাওলাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে ঐকমত্য কমিশন
এ জে মোহাম্মদ আলীর অবদান ইতিহাসের পাতায় লেখা থাকবে : প্রধান বিচারপতি
সারা দেশে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কারাদণ্ড, জরিমানা আদায় ও জব্দ
প্রথম আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের অভিজ্ঞতা সুখকর নয় : বিডা’র নির্বাহী চেয়ারম্যান
দেশের বাইরে আওয়ামী লীগের কার্যক্রম পর্যবেক্ষণ করছে সরকার: প্রেস সচিব
নিলামে আরও ৮৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
চাঁনখারপুলে ৬ হত্যা: ট্রাইব্যুনালে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন পিছিয়েছে
সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা 
খুলনায় অবৈধভাবে সার মজুদ করায় দুই ব্যবসায়ীকে জরিমানা 
১০০ টাকার নতুন নোট বাজারে আসছে ১২ আগস্ট
১০