জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চাঁদপুর শহর জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০০:৫৭
ছবি : বাসস

চাঁদপুর, ১ জুলাই, ২০২৫ (বাসস): জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা ও নিহত সকল শহিদের স্মরণে চাঁদপুরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের রেলওয়ে বাইতুল আমিন জামে মসজিদে কেন্দ্রিয় কমূর্সচির অংশ হিসেবে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

আলোচনায় জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী।

সভাপতিত্ব করেন শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রেলওয়ে বায়তুল আমিন জামে মসজিদের পেশ ইমাম মুফতি জাফর আহমেদ।

আহত ও শহিদদের স্মৃতিচারণ করতে গিয়ে প্রধান অতিথি বলেন, জুলাই আমাদের জন্য শুধুই একটি মাস নয়, এটি একটি রক্তাক্ত স্মৃতির নাম। ২০২৪ সালের সেই বিভীষিকাময় জুলাইয়ের কথা মনে হলেই হৃদয়টা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। ইসলাম, ইনসাফ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানাতে গিয়ে যেভাবে আমাদের ভাইয়েরা হামলার শিকার হয়েছেন, শহীদ হয়েছেন তা আজও বিশ্বাস করতে কষ্ট হয়। শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ অসংখ্য তাজা প্রাণ ঝরে গেছে এই আন্দোলনে।

শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ মো. বেলায়েত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

শহর জামায়াতের সহ-সেক্রেটারি মো. সবুজ খান, জামায়াত নেতা গোলাম মাওলাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনও লাগবে আবার বিচার ও সংস্কারও লাগবে : হাসনাত আবদুল্লাহ
গুম প্রতিরোধ দিবসে ছাত্র শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মিয়ানমারে পাচারকালে আলু ও শীতল পাটি জব্দ করেছে কোস্ট গার্ড
ভিপি নূরের শয্যাপাশে ডা. তাহেরসহ জামায়াত নেতৃবৃন্দ
ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
দেশের প্রতিটি আন্দোলনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য : সেমিনারে বক্তারা
সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ
জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : আহমদ আবদুল কাদের
ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব
ডেঙ্গুতে আজ ৩৬৭ জন আক্রান্ত
১০